শেষ চার নিয়ে কী বললেন হাফিজ ছবি: টুইটার থেকে।
চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ১০০ শতাংশ জয়ের হার বজায় রেখেছে পাকিস্তান। রবিবার স্কটল্যান্ডকে হারালেই এক মাত্র দল হিসাবে গ্রুপের সব ম্যাচ জিতে শেষ চারে যাবেন বাবর আজমরা। সেখানে তাঁদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেমিফাইনালে ওঠার আগে প্রতিপক্ষদের হুঙ্কার দিলেন পাকিস্তানের অলরাউন্ডার মহম্মদ হাফিজ। জানালেন, কাউকে ভয় পান না তাঁরা। প্রথম ম্যাচে ভারতকে হারানোয় তাঁদের আত্মবিশ্বাস তুঙ্গে বলে জানিয়েছেন তিনি। এখন তাঁদের লক্ষ্য বিশ্বকাপ জয়।
স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে হাফিজ বলেন, ‘‘সেমিফাইনালে যাদের বিরুদ্ধেই খেলতে হোক না কেন আমরা তৈরি। আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে। দল হিসাবে ভাল খেলছি আমরা। স্কটল্যান্ডের বিরুদ্ধেও একই রকমের আগ্রাসন নিয়ে খেলব। আমাদের লক্ষ্য বিশ্বকাপ জেতা।’’
প্রথম ম্যাচে ভারতকে হারানোর থেকে ভাল শুরু তাঁদের হতে পারত না বলে জানিয়েছেন হাফিজ। তিনি বলেন, ‘‘যে কোনও টুর্নামেন্টে প্রথম ম্যাচ জিতলে আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়। আমরা প্রথম ম্যাচেই ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়েছি। সেই ছন্দ আগামী দিনেও আমরা বয়ে নিয়ে যাব।’’
এই মুহূর্তে অবশ্য নিজের অবসর নিয়ে ভাবতে রাজি নন হাফিজ। পাক অলরাউন্ডার বলেন, ‘‘এখন শুধু বিশ্বকাপ নিয়ে ভাবছি। টুর্নামেন্টের পরে বাকি সব কিছু ভাবব। আমি খুব আবেগপ্রবণ। পাকিস্তানের হয়ে খেলা আমার কাছে গর্বের।’’