ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তানের তিন ম্যাচের এক দিনের সিরিজ হওয়ার কথা ছিল ২০২১ সালের ডিসেম্বর মাসে। কিন্তু কোভিডের কারণে তা স্থগিত হয়ে যায়। এই বছর জুন মাসে সেই সিরিজই হবে। তার আগে দেশে ফিরবেন বাবর আজমদের অন্যতম সেরা অস্ত্র।
কাউন্টির মাঝেই দেশে ফিরছেন বাবর আজমদের বোলার ফাইল চিত্র
কাউন্টি ক্রিকেটের মাঝেই দেশে ফিরছেন পাকিস্তানের বোলার শাহিন শাহ আফ্রিদি। মিডলসেক্সের হয়ে খেলছিলেন তিনি। কিন্তু জুন মাসে দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খেলবে পাকিস্তান। তাই জুনের শুরুতেই দেশে ফিরবেন তিনি। পরিবারের সঙ্গে কিছু দিন কাটানোর পরে ঢুকে পড়বেন জৈবদুর্গে। সিরিজ শেষে অবশ্য ফের ইংল্যান্ডে ফিরে যাবেন তিনি।
এই প্রসঙ্গে মিডলসেক্সের ক্রিকেট বিষয়ক প্রধান অ্যালান কোলম্যান বলেন, ‘‘শাহিন আমাদের হয়ে ভাল ক্রিকেট খেলছিল। কিন্তু ওর দেশের হয়ে খেলার সিদ্ধান্তকে আমরা সম্মান করি। ও পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেট খেলে। তার মধ্যেই সময় বার করে মিডলসেক্সের হয়ে খেলতে এসেছিল। জুনের শুরুতেই শাহিন পাকিস্তানে ফিরবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শেষ হলে ইংল্যান্ডে ফিরে মিডলসেক্সের হয়ে বাকি মরসুম খেলবে বলে জানিয়েছে শাহিন।’’
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তানের তিন ম্যাচের এক দিনের সিরিজ হওয়ার কথা ছিল ২০২১ সালের ডিসেম্বর মাসে। কিন্তু কোভিডের কারণে তা স্থগিত হয়ে যায়। এই বছর জুন মাসে সেই সিরিজই হবে। তার আগে দেশে ফিরবেন বাবর আজমদের অন্যতম সেরা অস্ত্র।