মহম্মদ শামি। —ফাইল চিত্র।
ঘরের ইডেন গার্ডেন্সে হয়নি। চেন্নাইয়েও হল না। ৪৩৪ দিন পরেও দেশের জার্সিতে প্রত্যাবর্তন হল না মহম্মদ শামির। চেন্নাইয়ে চোটের কারণে দলে দুই বদল করতে বাধ্য হন সূর্যকুমার যাদবেরা। তার পরেও শামিকে নেওয়া হয়নি। প্রথম একাদশ দেখে বোঝা যাচ্ছে, স্পিনের উপরেই বেশি জোর দিয়েছেন গৌতম গম্ভীরেরা।
ইডেনেই শামির প্রত্যাবর্তনের আশা করা হয়েছিল। ম্যাচ শুরুর আগে দেখা গিয়েছিল, তিনি অনুশীলন করছেন। হাঁটুতে অবশ্য স্ট্র্যাপ বাঁধা ছিল। কিন্তু শামিকে শেষ পর্যন্ত দলে নেওয়া হয়নি। হতে পারে দলের ভারসাম্যের জন্য তাঁকে নেওয়া হয়নি। বা আরও একটু অপেক্ষা করতে চেয়েছিল ম্যানেজমেন্ট।
চেন্নাইয়েও ছবিটা একই থাকল। ম্যাচের আগে দলের দুই ক্রিকেটার নীতীশ কুমার রেড্ডি ও রিঙ্কু সিংহ চোট পান। ফলে ১৫ জনের দলে ১৩ জন ক্রিকেটারই অবশিষ্ট ছিলেন। ফলে শামির খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু তা হল না। স্পিনের উপরেই বেশি জোর দিল ভারত।
টস জিতে চেন্নাইয়ে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। দলে কারা খেলছেন, সেই প্রশ্নের জবাবে সূর্য বলেন, “নীতীশের পেশিতে চোট লেগেছে। ও পুরো সিরিজ় থেকেই বাদ পড়েছে। রিঙ্কু এক-দু’দিনের মধ্যেই ফিট হয়ে যাবে। তাই দুটো বদল হয়েছে। রিঙ্কুর বদলে ধ্রুব জুরেল ও নীতীশের বদলে ওয়াশিংটন সুন্দর খেলছে।” অর্থাৎ, এক ব্যাটারের পরিবর্তে আর এক ব্যাটার নিলেও এক পেসার-অলরাউন্ডারের বিরুদ্ধে এক স্পিনার-অলরাউন্ডার নিয়েছে ভারত। বোঝাই যাচ্ছে, চেন্নাইয়ের উইকেটে স্পিনের উপরেই ভরসা রাখছে ম্যানেজমেন্ট। দলে রয়েছেন চার স্পিনার।
চেন্নাইয়ে ম্যাচ শুরুর আগে দেখা যায়, শামির সঙ্গে প্রধান কোচ গৌতম গম্ভীর ও বোলিং কোচ মর্নি মর্কেল কথা বলছেন। পরে বল করতেও দেখা যায় তাঁকে। তখনই জল্পনা শুরু হয়েছিল যে, শামি খেলবেন। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে শামিকে নেওয়া হয়েছে। তাঁকে খেলিয়ে তৈরি করে নিতে হবে গম্ভীরদের। কিন্তু শেষ পর্যন্ত তা হল না। জাতীয় দলে ফিরতে এখনও অপেক্ষা করতে হবে শামিকে।
ভারতের প্রথম একাদশ: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, রবি বিশ্নোই, অর্শদীপ সিংহ, বরুণ চক্রবর্তী।