জয় ছাড়া ভাবছেন না হরমনপ্রীত।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে সহজ জয় এসেছে। সিরিজ জয়ের জন্য তৃতীয় ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন না হরমনপ্রীত কাউররা। সোমবার দ্বিতীয় এক দিনের ম্যাচেই সিরিজ জিতে চাইছে ভারতীয় মহিলা দল।
ম্যাচের আগের দিন পূজা বস্ত্রকার বলেছেন, ‘‘আমাদের মানসিকতা একই আছে। সিরিজ শুরুর আগেই ৩-০ ব্যবধানে জয়ের লক্ষ্য নিয়েছিলাম আমরা। এখনও সেই লক্ষ্যেই স্থির রয়েছি। পরিকল্পনা করেই প্রস্তুতি নিয়েছি আমরা। সেগুলো মাঠে ঠিক ভাবে প্রয়োগ করতে চাই আমরা।’’
দ্বিতীয় এক দিনের ম্যাচে নামার আগে হরমনপ্রীতদের চিন্তা ওপেনিং জুটি নিয়ে। সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা দু’জনেই চেনা ছন্দে নেই। শুরুতে আগ্রাসী ব্যাটিং করতে পারছেন না কেউই। বড় রানও নেই তাঁদের ব্যাটে। ওপেনিং জুটি পরিবর্তন করার কথা ভাবছে ভারতীয় দল। যদিও সেই ভাবনা রয়েছে প্রাথমিক স্তরে।
অধিনায়ক হরমনপ্রীত অবশ্য ভাল ছন্দে রয়েছেন। ব্যাটের পাশাপাশি বল হাতেও উইকেট তুলছেন তিনি। মিডল অর্ডারের ব্যাটাররাও সকলেই কম-বেশি রানের মধ্যে রেয়েছেন। ছন্দে আছেন বোলাররাও। তাই জয় নিয়ে আত্মবিশ্বাসী।
পাল্লিকেলের দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চাইছে ভারত। এর আগে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত। এক দিনের সিরিজে একটি ম্যাচও হারতে চাইছেন না হরমনপ্রীতরা।