Kane Williamson

চোট সারেনি, শেষ টেস্টেও নেই উইলিয়ামসন, ভারতকে হোয়াইটওয়াশের লক্ষ্যে নিউ জ়িল্যান্ড

বেঙ্গালুরু এবং পুণে টেস্টের সময় ভারতে আসেননি উইলিয়ামসন। শ্রীলঙ্কা সফরে চোট পেয়েছিলেন তিনি। তার পরেই দেশে ফিরে গিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১৪:৫৪
Share:

কেন উইলিয়ামসন। —ফাইল চিত্র।

ভারতের বিরুদ্ধে নেই কেন উইলিয়ামসন। প্রথম দু’টি ম্যাচে ছিলেন না। শেষ ম্যাচেও তাঁকে পাবে না নিউ জ়িল্যান্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়ে খেলতে পারেন তিনি। ২৮ নভেম্বর থেকে শুরু হবে সেই সিরিজ়। ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট শুরু আগামী শুক্রবার থেকে।

Advertisement

বেঙ্গালুরু এবং পুণে টেস্টের সময় ভারতে আসেননি উইলিয়ামসন। শ্রীলঙ্কা সফরে চোট পেয়েছিলেন তিনি। তার পরেই দেশে ফিরে গিয়েছিলেন। ভারতের বিরুদ্ধে উইলিয়ামসন না খেললেও সিরিজ় জিততে অসুবিধা হয়নি নিউ জ়িল্যান্ডের। টম লাথামের নেতৃত্বে প্রথম বার ভারতের মাটিতে টেস্ট সিরিজ় জিতেছে তারা। কিন্তু কুঁচকির চোটের কারণে খেলতে পারলেন না উইলিয়ামসন। নিউ জ়িল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, “উইলিয়ামসন দ্রুত সুস্থ হচ্ছে। কিন্তু আমরা চাই আরও একটু সময় নিক ও। ইংল্যান্ডের বিরুদ্ধে উইলিয়ামসনকে আমাদের প্রয়োজন হবে।”

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়ের প্রথম দু’টি ম্যাচ জিতে নিয়েছে কিউয়িরা। সিরিজ়ও তাঁদের পকেটে। তাই উইলিয়ামসনকে খেলানোর ঝুঁকি নিতে রাজি নয় তারা। প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, “উইলিয়ামসন সুস্থ হচ্ছে। কিন্তু এখনই বিমানে উঠে ভারতে এসে দলে যোগ দেওয়া সম্ভব নয় ওর পক্ষে। তবে আগামী দিনে উইলিয়ামসনকে পাওয়া যাবে। ও নিউ জ়িল্যান্ডে থাকলেই ভাল। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে।”

Advertisement

উইলিয়ামসন দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার। ১০২টি টেস্ট খেলেছেন তিনি। করেছেন ৩২টি শতরান। লাল বলের ক্রিকেটে নিউ জ়িল্যান্ডের হয়ে ৮৮৮১ রান করেছেন তিনি। সাদা বলের ক্রিকেটেও সফল উইলিয়ামসন। ১৬৫টি এক দিনের ম্যাচ এবং ৯৩টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ভারত সফরে তাঁর জায়গায় উইল ইয়ংকে খেলানো হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement