new zealand cricket

Kane Williamson: টেস্ট দলে ফিরলেন উইলিয়ামসন, আইপিএল শেষ হলেই ইংল্যান্ডে যাবেন কিউইরা

আইপিএল খেলতে ব্যস্ত নিউজিল্যান্ডের বহু ক্রিকেটার। সেই কারণে ইংল্যান্ডে অনুশীলন ম্যাচ খেলতে পারবেন না তাঁরা। সেই ক্রিকেটারদের অনুপস্থিতি ঢাকতে ২০ জনের দল গড়েছে নিউজিল্যান্ড। উইলিয়ামসনরা দলে যোগ দিলে ১৫ জনের দল বেছে নেওয়া হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মে ২০২২ ১৫:২৬
Share:

আইপিএল শেষ করে তবেই ইংল্যান্ড যাবেন উইলিয়ামসন। —ফাইল চিত্র

টেস্ট ক্রিকেটে ফিরছেন কেন উইলিয়ামসন। গত বছর নভেম্বরে কনুইয়ের চোটের জন্য বাদ গিয়েছিলেন টেস্ট দল থেকে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দলে ফিরলেন উইলিয়ামসন। ভারতের বিরুদ্ধে টেস্ট খেলার আগে ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ঘরের মাঠে ফের নিজেদের আগে থেকে তৈরি করে ফেলার সুযোগ বেন স্টোকসদের সামনে।

ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ শুরু জুন মাসে। লর্ডসে ২ জুন থেকে শুরু প্রথম টেস্ট। প্রাথমিক ভাবে ৩০ জনের দল বেছে নিয়েছে নিউজিল্যান্ড। সেই দলে রয়েছেন উইলিয়ামসন। চোটের জন্য ভারতের বিরুদ্ধে টেস্ট খেলেননি তিনি। দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিরুদ্ধেও খেলতে পারেননি উইলিয়ামসন। এই মুহূর্তে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে ব্যস্ত তিনি।

Advertisement

আইপিএল খেলতে ব্যস্ত নিউজিল্যান্ডের বহু ক্রিকেটার। সেই কারণে ইংল্যান্ডে অনুশীলন ম্যাচ খেলতে পারবেন না তাঁরা। সেই ক্রিকেটারদের অনুপস্থিতি ঢাকতে ২০ জনের দল গড়েছে নিউজিল্যান্ড। উইলিয়ামসনরা দলে যোগ দিলে ১৫ জনের দল বেছে নেওয়া হবে।

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড জানিয়েছেন সব ক্রিকেটার সুস্থ আছে। বাঁহাতি স্পিনার অজাজ পটেলকে দলে ফেরানো হয়েছে। ভারতের বিরুদ্ধে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন তিনি। বেশ কিছু ক্রিকেটার প্রথম বার ডাক পেয়েছেন জাতীয় দলে।

Advertisement

নিউজিল্যান্ড টেস্ট দল: কেন উইলিয়ামসন, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, মিচেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, কলিন ডি গ্র্যান্ডহোম, জেকব ডাফি, ক্যামেরন ফ্লেচার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, অজাজ পটেল, রচিন রবীন্দ্র, হামিস রাদারফোর্ড, টিম সাউদি, ব্লেয়ার টিকনার, নিল ওয়াগনার এবং উইল ইয়ং।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement