—প্রতিনিধিত্বমূলক চিত্র
এশিয়ান গেমসে একটি ম্যাচেই হল চারটি বিশ্বরেকর্ড। মঙ্গোলিয়ার বিরুদ্ধে নজির গড়ল নেপাল। দ্রুততম অর্ধশতরান, দ্রুততম শতরান, সর্বাধিক রান ও সর্বাধিক ব্যবধানে জয়, চারটি ক্ষেত্রেই বিশ্বরেকর্ড হল এই ম্যাচে।
এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট শুরু হয়েছে। সেখানেই মঙ্গোলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩১৪ রান করেছে নেপাল। এর আগে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড ছিল আফগানিস্তানের দখলে। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭৮ রান করেছিলেন রশিদ খানেরা। সেই রেকর্ড ভেঙে গিয়েছে।
নেপালের হয়ে শতরানের ইনিংস খেলেন কুশল। তিন নম্বরে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। মাত্র ৩৪ বলে শতরান করেন কুশল। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৫ বলে শতরান ছিল ভারতের রোহিত ও দক্ষিণ আফ্রিকার মিলারের দখলে। রোহিত ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ও মিলার সেই বছরই বাংলাদেশের বিরুদ্ধে নজির গড়েছিলেন। শেষ পর্যন্ত ৫০ বলে ১৩৭ রান করেন কুশল। ৮টি চার ও ১২টি ছক্কা মারেন তিনি।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে নজির গড়েন দীপেন্দ্র। প্রথম বল থেকেই চালিয়ে খেলেন তিনি। মাত্র ৯ বলেই ৫০ রান পূর্ণ করেন নেপালের ব্যাটার। শেষ পর্যন্ত ১০ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন তিনি। ১০ বলের মধ্যে ৮টি বলে ছক্কা মারেন দীপেন্দ্র।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
জবাবে ব্যাট করতে নেমে ১৩.১ ওভারে ৪১ রানে অল আউট হয়ে যায় মঙ্গোলিয়া। অর্থাৎ, ২৭৩ রানে ম্যাচ জেতে নেপাল। এটিও টি-টোয়েন্টিতে নজির। এর আগে কোনও দল এত রানের ব্যবধানে ম্যাচ জেতেনি। এত দিন এই নজির ছিল চেক প্রজাতন্ত্রের দখলে। ২০১৯ সালে একটি ম্যাচে তুরস্ককে ২৫৭ রানে হারিয়েছিল তারা। সেই নজির ভেঙে দিল নেপাল।