Bengal Cricket

বাংলায় ৬ দলের ১৭ দিনের টি-টোয়েন্টি প্রতিযোগিতা, আয়োজনে ন্যাশনাল ক্রিকেট ক্লাব

ক্যালিম্পং ফ্যালকন্স, দার্জিলিং আনস্টপেবলস, আলিপুরদুয়ার থান্ডারস, ঝাড়গ্রাম ফায়ারবল্টস, পূর্ব মেদিনীপুর ড্রাগন্স এবং কম্বাইন্ড অ্যাভেঞ্জার্স নামে ছ’টি দল এই প্রতিযোগিতায় খেলবে। এই জেলাগুলি থেকে ক্রিকেটার তুলে আনার জন্যই এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৪ ২৩:৪৭
Share:

—প্রতীকী ছবি।

ন্যাশনাল ক্রিকেট ক্লাবের (এনসিসি) আয়োজনে বীরভূমে ছ’দলের একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতা শুরু হল। চলবে ১৭ দিন ধরে। মোট ৩৩টি ম্যাচ হবে সেই প্রতিযোগিতায়। ২৭ জানুয়ারি এই প্রতিযোগিতার ফাইনাল। এই প্রতিযোগিতায় যে ক্রিকেটারেরা খেলবেন তাঁরা ভারতীয় বোর্ডের কোনও সংস্থার সঙ্গে যুক্ত নন।

Advertisement

ক্যালিম্পং ফ্যালকন্স, দার্জিলিং আনস্টপেবলস, আলিপুরদুয়ার থান্ডারস, ঝাড়গ্রাম ফায়ারবল্টস, পূর্ব মেদিনীপুর ড্রাগন্স এবং কম্বাইন্ড অ্যাভেঞ্জার্স নামে ছ’টি দল এই প্রতিযোগিতায় খেলবে। এই জেলাগুলি থেকে ক্রিকেটার তুলে আনার জন্যই এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। কম্বাইন্ড অ্যাবেঞ্জার্স দলে বিভিন্ন জেলার ক্রিকেটারেরা রয়েছেন। এই সব ম্যাচ ফ্যানকোডে সম্প্রচারিত হবে। প্রায় ১০০ জন ক্রিকেটার এবং কর্মীরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। তাঁরা সিউরিতেই রয়েছেন। বৃহস্পতিবার থেকে এই প্রতিযোগিতা শুরু হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement