অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন নাসিম। ফাইল ছবি।
আগামী সোমবার পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে নিউজ়িল্যান্ড যাবেন নাসিম শাহ। তার আগে বাড়িতে দু’দিন বিচ্ছিন্নবাসে থাকতে হবে তাঁকে। বুকে ব্যথা এবং জ্বর নিয়ে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি করানো হয় তরুণ জোরে বোলারকে। পরীক্ষার পর জানা যায়, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত।
অসুস্থতার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের বাকি ম্যাচগুলোয় খেলতে পারবেন না নাসিম। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর খেলতে সমস্যা নেই। বাবর আজমদের সঙ্গে বিশ্বকাপের আগে নিউজ়িল্যান্ড সফরেও যাবেন তিনি। এই খবর জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাক বোর্ড বিবৃতিতে জানিয়েছে, ‘নাসিম আগের থেকে ভাল অনুভব করছে এবং দ্রুত সুস্থ হয়ে উঠছে।’ উল্লেখ্য, বৃহস্পতিবার নাসিমকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাড়িতে বিচ্ছিন্নবাসে থাকার সময় নাসিমকে সমস্ত কোভিড বিধি মেনে চলতে হবে। পাক বোর্ডের মেডিক্যাল প্যানেলের সদস্যরা তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখবেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজ়িল্যান্ডে একটি ত্রিদেশীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বাবররা।পাকিস্তান, নিউজ়িল্যান্ড ছাড়া খেলবে বাংলাদেশ। ইংল্যান্ডের বিরুদ্ধে সাত ম্যাচের সিরিজ়ে শুধু প্রথম ম্যাচটি খেলেন নাসিম। সেই ম্যাচে ৪ ওভার বল করে ৪১ রান দেন তিনি। কোনও উইকেট পাননি।