Naseem Shah

নিউমোনিয়ায় আক্রান্ত নাসিম হাসপাতালে ভর্তি হওয়ার আগে অধিনায়ক বাবরকেও হাসপাতালে পাঠিয়ে দিচ্ছিলেন!

পর পর তিনটি টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের প্রথম একাদশে জায়গা হয়নি নাসিমের। দলে ফিরতে মরিয়া তরুণ জোরে বোলার অনুশীলনে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছিলেন। তাতেই ঘটল বিপত্তি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২ ২২:১৬
Share:

মঙ্গলবারের অনুশীলনে মেজাজেই ছিলেন নাসিম। ছবি: টুইটার।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পাকিস্তানের জোরে বোলার নাসিম শাহ। অসুস্থ হওয়ার আগে অনুশীলনে মেজাজেই ছিলেন তরুণ ক্রিকেটার। তাঁর সেই মেজাজের নমুনা পেয়েছেন পাক অধিনায়ক বাবর আজম স্বয়ং।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় নেটে অনুশীলন করেন নাসিম। অসুস্থতা তখনও তাঁকে তেমন কাবু করতে পারেনি। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের প্রস্তুতি সারতে নেটে ব্যাট করছিলেন পাক অধিনায়ক। দলের বোলাররা একে একে তাঁকে বল করছিলেন। নাসিমও ছিলেন তাঁদের মধ্যে। তরুণ জোরে বোলার বল করছিলেন পূর্ণ গতিতে। তাঁর একটি বাউন্সারের গতিতে পরাস্ত হন বাবর। বাউন্সারটি বেশি উচ্চতায় ওঠেনি। বল গিয়ে লাগে পাক অধিনায়কের বুকে। ব্যথায় বুকে হাত দেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব়ড় চোট লাগতে পারত তাঁর।

নাসিমের বলে আঘাত লাগলেও বাবর ছেড়ে কথা বলেননি। নাসিমের বলে আগ্রাসী মেজাজে ব্যাটিং শুরু করেন। জোরে বোলারের আর একটি দ্রুত গতির বল লং অফ এলাকায় পাঠিয়ে দেন সপাটে ব্যাট চালিয়ে। বলটি খারাপ ছিল না। তবু বাবরের শট দেখে চমকে যান নাসিম। তাঁদের দু’জনের ব্যাট-বলের লড়াইয়ের ভিডিয়ো সমাজমাধ্যমে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পর পাকিস্তানের প্রথম একাদশে জায়গা হয়নি নাসিমের। পরের তিনটি ম্যাচ তাঁকে সাজঘরে বসেই কাটাতে হয়েছে। প্রথম ম্যাচেও ভাল বল করতে পারেননি। ৪১ রান দিয়ে কোনও উইকেট পাননি। সম্ভবত প্রথম একাদশে সুযোগ পাওয়ার চেষ্টায় নেটে গতির ঝড় তুলে অধিনায়ককে সন্তুষ্ট করতে চাইছিলেন নাসিম। তাতেই ঘটে বিপত্তি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement