Fastest Century in T20I

এক বছরের মধ্যে ভেঙে গেল বিশ্বরেকর্ড, টি২০-তে ৩৩ বলে শতরান, দ্রুততম ১০০ করলেন কে?

ভেঙে গেল এক বছর আগে হওয়া বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ৩৩ বলে শতরান করলেন ব্যাটার। কুড়ি-বিশের ক্রিকেটে এটি দ্রুততম শতরান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩৪
Share:

শতরানের পরে উল্লাস লোফ্টি এটনের। ছবি: এক্স।

গত বছর বিশ্বরেকর্ড করেছিলেন নেপালের কুশল মল্ল। এশিয়ান গেমসে নামিবিয়ার বিরুদ্ধে মাত্র ৩৪ বলে শতরান করেছিলেন তিনি। নেপালের ব্যাটারের বিশ্বরেকর্ড নেপালের মাটিতে তাদেরই বিরুদ্ধে ভাঙলেন নামিবিয়ার লোফ্টি এটন। ত্রিদেশীয় প্রতিযোগিতায় মাত্র ৩৩ বলে শতরান করেছেন তিনি। এক বছর পরে বদলা নিলেন এটন। মাঠে দাঁড়িয়ে নিজের বিশ্বরেকর্ড ভাঙতে দেখলেন মল্ল।

Advertisement

ইনিংসে ৩৬ বলে ১০১ রান করেছেন ২২ বছরের এটন। ১১টি চার ও আটটি ছক্কা মেরেছেন তিনি। ২৮০.৫৬ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। এটনের ব্যাটে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান করেছে নামিবিয়া। ইনিংসের শুরুটা ভাল হয়েছিল নামিবিয়ার। মালান ক্রুগার ৪৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন।

৩ উইকেট পড়ার পরে খেলতে নামেন এটন। তখন নামিবিয়ার রান ৬২। সেখান থেকে ক্রুগারের সঙ্গে চতুর্থ উইকেটে ১৩৫ রানের জুটি বাঁধেন তিনি। টি-টোয়েন্টিতে এটনের রেকর্ড এত দিন খুব খারাপ ছিল। ৩২টি ম্যাচে মাত্র ১৮২ রান করেছেন তিনি। গড় ১০.৭০। কিন্তু নেপালের বিরুদ্ধে খেলার ছবিটাই বদলে গেল।

Advertisement

টি-টোয়েন্টিতে দ্রুততম শতরানের তালিকায় এটন ও মল্লের পরে রয়েছেন ডেভিড মিলার। ২০১৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে ৩৫ বলে শতরান করেছিলেন তিনি। সেই বছরই শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ বলেই শতরান করেছিলেন রোহিত শর্মা। তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন চেক প্রজাতন্ত্রের সুদেশ বিক্রমশেখর। ২০১৯ সালে তুরস্কের বিরুদ্ধে তিনিও ৩৫ বলে শতরান করেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement