বোর্ডের নাম করে প্রতারণার অভিযোগ ফাইল ছবি
ভারতীয় ক্রিকেট বোর্ডে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল মুম্বইয়ের এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে, অন্তত ১০ জনের থেকে টাকা নিয়ে তাঁদের ভারতীয় ক্রিকেট বোর্ডের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই ব্যক্তি। তাঁর নামে মুম্বইয়ের থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম মণীশ পেন্টার। তিনি আপাতত পলাতক। পুলিশের অভিযোগ, ২০১৭ থেকে ২০২১-এর মধ্যে অন্তত ১০ জন ব্যক্তির থেকে ৫০ হাজার টাকা করে নিয়েছেন অভিযুক্ত। তাঁদের বিসিসিআই-এর গ্রাউন্ড স্টাফ এবং রক্ষণাবেক্ষণ বিভাগে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু আদতে কাউকেই সেই চাকরি দেওয়া হয়নি।
প্রত্যেককে ভুয়ো নিয়োগপত্র দিয়েছিলেন অভিযুক্ত মণীশ। প্রতারিত ব্যক্তিরা চাকরি না পাওয়ার পর অভিযুক্তের কাছ থেকে টাকা ফেরত চান। এর পরই এই পালিয়ে যান মণীশ। গত ১৪ জানুয়ারি থানায় অভিযোগ জানানো হয়। বর্তমানে বিষয়টি মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হাতে রয়েছে। মণীশের সন্ধান করছে তারা।