Virat Kohli

Virat Kohli: সিরিজ় জয়ের হাতছানি, কপিলে বিদ্ধ কোহলি

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে মাত্র দু’টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন বিরাট। শেষ বার খেলেছিলেন ফেব্রুয়ারিতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ জুলাই ২০২২ ০৭:১৬
Share:

ফাইল চিত্র।

এজবাস্টনেই টেস্ট হেরে সিরিজ় ২-২ করে ভারত। আজ, শনিবার সেই মাঠেই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবেন রোহিত শর্মারা। জিতলেই সিরিজ় ভারতের। তবে বড় পরীক্ষা দিতে হবে বিরাট কোহলিকেও।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে মাত্র দু’টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন বিরাট। শেষ বার খেলেছিলেন ফেব্রুয়ারিতে। পাঁচ মাস পরে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফর্ম্যাটে নামতে চলেছেন তিনি। মাঝে দু’মাস আইপিএল খেললেও সেখানে জীবনের সেরা ছন্দে ছিলেন না। তাই ভারতীয় দলে বিরাটকে কোন জায়গায় ব্যাট করতে পাঠানো হয়, সেটাই দেখার।

বিরাট দেশের হয়ে টি-টোয়েন্টিতে তিন নম্বরে ব্যাট করেন। সেই জায়গায় নেমে শেষ ম্যাচে ১৭ বলে ৩৩ রান করে গিয়েছেন দীপক হুডা। তাঁকে বাদ দিয়ে বিরাটের জন্য তিন নম্বর স্থান ফাঁকা করে দেওয়া হয় কি না, তা সময়ই বলবে। রোহিত শর্মার সঙ্গে ওপেনার হিসেবেও দেখা যেতে পারে বিরাটকে। সে ক্ষেত্রে ঈশান কিশানকে জায়গা ছেড়ে দিতে হবে বিরাটের জন্য। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ঈশান সফল হলেও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে আট রানে আউট হন। বিরাটকে খেলানোর জন্য ঈশানকে বাইরে রাখা হয় কি না, সেটাও দেখার।

Advertisement

এ দিকে, প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দেব কড়া বার্তা দিয়েছেন কোহলিকে। তিনি বলেছেন, টেস্টে ৪৫০-এর বেশি উইকেট পাওয়ার পরেও আর অশ্বিনকে যদি টেস্ট দল থেকে বাইরে থাকতে হয়, টি-টোয়েন্টি দলে বিরাটও অপরিহার্য নন। শেষ আড়াই বছরে ব্যাটে বড় রান পাননি বিরাট। এক সংবাদমাধ্যমকে কপিল বলেছেন, ‘‘পরিস্থিতি এমন যে, বিরাটকে এ বার টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়াও হতে পারে। টেস্ট র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা অশ্বিনকে যদি টেস্ট দল থেকে বাদ দেওয়া হতে পারে, তা হলে এক সময়ে এক নম্বরে থাকা ব্যাটসম্যানকেও টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া যেতেই পারে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement