মহেন্দ্র সিংহ ধোনি। — ফাইল চিত্র
আইপিএল জয়ের প্রায় দেড় মাস পরে আবার চেন্নাইয়ে ফিরলেন মহেন্দ্র সিংহ ধোনি। রবিবার বিকেলে ব্যক্তিগত একটি কাজে চেন্নাইয়ে পৌঁছন তিনি। চেন্নাই সুপার কিংস সমর্থকদের কাছে আগে থেকেই খবর থাকায় তাঁরা হাজির ছিলেন বিমানবন্দরে। ধোনি পৌঁছতেই চিৎকারে ফেটে পড়েন তাঁরা। আইপিএল জয়ের পর সম্পূর্ণ অন্য রূপে তাঁকে দেখে অবাক সমর্থকেরাও।
ধোনির নিজস্ব প্রযোজন সংস্থা ‘ধোনি এন্টারটেনমেন্টের’ একটি কাজে চেন্নাই গিয়েছেন প্রাক্তন অধিনায়ক। সেই প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘এলজিএম’ (লেটস গেট ম্যারেড) মুক্তি পেতে চলেছে শীঘ্রই। তারই কাজে চেন্নাইয়ে গিয়েছেন ধোনি। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সাক্ষীও। ‘এলজিএম’ সিনেমায় রয়েছেন হরিশ কল্যাণ, ইভানা, নাদিয়া, যোগী বাবু, মির্চি বিজয়ের মতো দক্ষিণের নামী অভিনেতারা।
আগামী সোমবার, ১০ জুলাই হওয়ার কথা অনুষ্ঠান। ট্রেলার প্রকাশের সময় ধোনি এবং সাক্ষীর গলা শোনা যেতে পারে। সিনেমার পরিচালক রমেশ তামিলমণি। পুরো পরিকল্পনার নেপথ্যে রয়েছেন সাক্ষী নিজে। তিনি কিছু দিন আগে বলেছিলেন, “এ রকম মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে আগামী দিনেও সিনেমা করতে চাই। মজার এই সিনেমা সবাই মিলে একসঙ্গে বসে দেখতে পারবেন।”
রবিবার ধোনি বিমানবন্দরে পা রাখার আগেই বাইরে ছিলেন কয়েকশো সমর্থক। প্রাক্তন অধিনায়ক বেরোতেই ‘ধোনি, ধোনি’ চিৎকারে গমগম করতে থাকে আশেপাশের এলাকা। সমর্থকদের দিকে তাকিয়ে হাত নাড়েন ধোনি। তাঁর উদ্দেশে ফুল ছোড়া হয়। হাসতে হাসতে ধোনি বেরিয়ে যান।
তবে সমর্থকদের অবার করেছেন ধোনির রূপ। মাথায় ভর্তি কাঁচাপাকা চুল অবিন্যস্ত ভাবে সাজানো। গালের দাড়ি দেখেও মনে হচ্ছে অনেক দিন কাটা হয়নি। পরনে ছিল কালো টিশার্ট এবং জিনস।