Bangladesh Cricket

Bangladesh Cricket: নতুন অধিনায়ক পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল

দ্বিতীয় ম্যাচে তর্জনীতে চোট পান নুরুল হাসান। তিনি তৃতীয় ম্যাচে খেলতে পারবেন না। বদলি অধিনায়কের নাম জানাল বাংলাদেশ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ অগস্ট ২০২২ ১৪:৪৬
Share:

মোসাদ্দেক হোসেন। ফাইল ছবি

জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নতুন অধিনায়ক পাচ্ছে বাংলাদেশ। নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত। দলের তরফে এ কথা জানানো হয়েছে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছিলেন এই সিরিজে বাংলাদেশের অধিনায়ক নুরুল হাসান সোহন। তাঁর জায়গায় তৃতীয় ম্যাচে মোসাদ্দেককে নেতৃত্ব দিতে দেখা যাবে।

Advertisement

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলকে নেতৃত্ব দিলেও এখনও পর্যন্ত জাতীয় দলে কোনও দিন নেতা হননি মোসাদ্দেক। দু’টি ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট থান্ডারের অধিনায়ক তিনি। নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাঁর রয়েছে। অভিজ্ঞতা থাকার কারণেই তাঁকে বেছে নেওয়া হয়েছে।

জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দারুণ বল করেছিলেন মোসাদ্দেক। চার ওভারে ২০ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। সাত উইকেটে জেতে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়ে জিতেছে ১৭ রানে। ফলে তৃতীয় ম্যাচ সিরিজ নির্ণায়ক হতে চলেছে।

Advertisement

এ ছাড়া, বাংলাদেশের প্রথম একাদশেও বদল হয়েছে। নুরুলের বদলে এসেছেন মাহমুদুল্লা। সাদা বলের সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। বিশেষ পরিস্থিতিতে তাঁকে দলে নেওয়া হয়েছে। মোসাদ্দেকের অধীনে তাঁকে খেলতে দেখা যাবে। বাংলাদেশ জানিয়েছে, টি-টোয়েন্টিতে মাহমুদুল্লাই অধিনায়ক থাকবেন। বিকল্প তৈরি রাখতেই এই সিরিজে নুরুলকে অধিনায়ক করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement