Mohun Bagan

নায়ক শাকির, পি সেন ট্রফি চ্যাম্পিয়ন মোহনবাগান

৩৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮৮ রানে তিন উইকেট হারায় মোহনবাগান। এক দিক থেকে ম্যাচের হাল ধরেন উইকেটকিপার-ব্যাটসম্যান শাকির। তাই রান তাড়া করতে সমস্যা হলেও শেষমেশ সামলে নেয় মোহনবাগান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ জুন ২০২৩ ০৯:৩০
Share:

উচ্ছ্বসিত: জেতার পরে মোহনবাগানের ক্রিকেটারেরা। শনিবার ইডেনে ভবানীপুরকে হারিয়ে। ছবি: সিএবি।

সিএবির ঐতিহ্যবাহী পি সেন ট্রফি চ্যাম্পিয়ন মোহনবাগান। শনিবার ইডেনে ফাইনালে এক উইকেটে জিতল অর্ণব নন্দীরা। ১৫৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ম্যাচের সেরা শাকির হাবিব গান্ধী।

Advertisement

ভবানীপুর এ দিন শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট উপহার দেয়। প্রথমে ব্যাট করে ৪৯ ওভারে সাত উইকেটে ৩৫২ রান তুলে দেয় ভবানীপুর। ৭৪ রান অভিষেক রামনের। ৭১ রান করেন অনুষ্টুপ মজুমদার। ৪২ বলে ৬০ রানে অপরাজিত থাকেন চিরাগ জানি। মোহনবাগানের হয়ে ৬০ রানে তিন উইকেট নেন সুনীল দালাল।

৩৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮৮ রানে তিন উইকেট হারায় মোহনবাগান। এক দিক থেকে ম্যাচের হাল ধরেন উইকেটকিপার-ব্যাটসম্যান শাকির। তাই রান তাড়া করতে সমস্যা হলেও শেষমেশ সামলে নেয় মোহনবাগান। দিল্লি ক্যাপিটালসে খেলে যাওয়া ললিত যাদব ৪৫ রানের ইনিংস খেললেও বড় রানে পরিণত করতে পারেননি।

Advertisement

দীর্ঘ ১১ বছর পরে এই ট্রফি জেতে মোহনবাগান। এ বার বাইরের ক্রিকেটার হিসেবে দিল্লির ললিত যাদব ছাড়া বড় নাম কেউ নেই। তবুও ট্রফি জেতা থেমে থাকেনি মোহনবাগানের। ম্যাচ শেষে অধিনায়ক অর্ণব বলছিলেন, ‘‘অসাধারণ অনুভূতি। মোহনবাগানকে ট্রফি জেতানো বরাবরই তৃপ্তির। মাঝের দিকে দ্রুত উইকেট পড়ে গেলেও আমরা হাল ছাড়িনি।’’ যোগ করেন, ‘‘শাকির জীবনের সেরা ইনিংসটা আজ খেলে দিয়েছে। এ রকম একটি ইনিংসই প্রমাণ করে দেয় যে, ও আরও বড় মাপের ক্রিকেট খেলতে তৈরি। আমি নিশ্চিত শাকির অনেক দূর যাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement