Ranji Trophy 2024

ছোট শামির রঞ্জি অভিষেকে উচ্ছ্বসিত বড় শামি, বার্তায় কী লিখলেন বাংলার জোরে বোলার?

বাংলার হয়ে শুক্রবার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে শামির ভাই কাইফের। ভারতীয় দলের জোরে বোলার উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি, ভাইকে গুরুত্বপূর্ণ কয়েকটি কথাও মনে করিয়ে দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৪ ২০:৪২
Share:

মহম্মদ শামি। —ফাইল চিত্র।

মহম্মদ শামিকে ভারতীয় ক্রিকেটে পরিচিতি দিয়েছে বাংলা। আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও বাংলার হয়ে প্রথম শ্রণির ক্রিকেট খেলেই ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন। দাদাকে অনুসরণ করে ভাই মহম্মদ কাইফও বাংলার ক্রিকেটার। শুক্রবার বাংলার হয়ে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে তাঁর রঞ্জি অভিষেক হয়েছে। ভাইয়ের অভিষেকে উচ্ছ্বসিত শামি।

Advertisement

বাংলার হয়ে সাদা বলের ক্রিকেটে অভিষেক হয়েছিল আগেই। কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটেই চোখ থাকে জুনিয়র ক্রিকেটারদের। ভারতীয় টেস্ট দলের দরজা খুলতে হলে ঘরোয়া লাল বলের ক্রিকেটে সাফল্য পেতেই হয়। টি-টোয়েন্টি ক্রিকেটের রমরমার যুগেও ক্রিকেটারেরা সর্বাধিক গুরুত্ব দেন লাল বলের ক্রিকেটকে। ভাল ক্রিকেটার হওয়ার জন্য এর কোনও বিকল্প নেই।

দাদার হাত ধরেই বাংলায় ক্রিকেট খেলতে এসেছিলেন কাইফ। সাদা বলের ক্রিকেটে আগেই অভিষেক হলেও অপেক্ষা ছিল লাল বলের ক্রিকেটে বাংলার হয়ে অভিষেক। শুক্রবার রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই কাইফ জায়গা পেয়েছেন বাংলার প্রথম একাদশে। বিশাখাপত্তনমে প্রথম দিন শেষ বেলায় ব্যাট করতেও নেমেছেন তিনি। শামির মতো তাঁর ভাইও জোরে বোলার। ভাইয়ের রঞ্জি অভিষেকে স্বভাবতই উচ্ছ্বাস প্রকাশ করেছেন শামি।

Advertisement

সমাজমাধ্যমে ভাইকে শুভেচ্ছা জানিয়ে বিশ্বের অন্যতম সেরা জোরে বোলার লিখেছেন, ‘‘দীর্ঘ পরিশ্রমের পর অবশেষে বাংলার রঞ্জি টুপি পেয়েছ। চিয়ার্স। এটা দারুণ কৃতিত্ব। তোমায় অভিনন্দন। আশা করি তোমার জন্য দুর্দান্ত ভবিষ্যত অপেক্ষা করছে। সব সময় নিজের ১০০ শতাংশ উজাড় করে দেবে। কঠোর পরিশ্রম চালিয়ে যাও। ভাল ফল কর।’’

উচ্ছ্বাসের পাশাপাশি, ভাই কাইফকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন শামি। র়ঞ্জি অভিষেকই যে সব নয়, তাও মনে করিয়ে দিয়েছেন অভিজ্ঞ জোরে বোলার। দু’ভাইকে কি বাংলার হয়ে এক সঙ্গে ২২ গজের লড়াইয়ে দেখা যাবে? ক্রিকেটপ্রেমীদের একাংশের চোখ এখন সেই দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement