Asia Cup

পাক বোর্ডের কথার দামই দিচ্ছে না বিসিসিআই, অসম্মান করা হচ্ছে! ক্ষোভ প্রাক্তনের

এশিয়া কাপ আয়োজন নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নাকি অসম্মান করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনটাই অভিযোগ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৩ ১৮:৩৮
Share:

গ্যালারিতে ভারত ও পাকিস্তানের সমর্থকেরা। —ফাইল চিত্র

এশিয়া কাপের আয়োজন নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কথার কোনও দাম ভারতীয় ক্রিকেট বোর্ড দিচ্ছে না, এমনটাই অভিযোগ করলেন পাকিস্তানের প্রাক্তন বোলার মহম্মদ আমির। তাঁর মতে, পাক ক্রিকেট বোর্ডকে অসম্মান করতেই এই কাজ করছে বিসিসিআই।

Advertisement

একটি সাক্ষাৎকারে আমির বলেন, ‘‘পাকিস্তান ক্রিকেট বোর্ডকে গুরুত্বই দেওয়া হচ্ছে না। এর থেকে এটাই প্রমাণিত যে আমাদের অপমান করা হচ্ছে। বিসিসিআই ক্রমাগত প্রমাণ করার চেষ্টা করছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও ক্ষমতাই নেই। সব কিছু ওদের সিদ্ধান্তেই হবে।’’

এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব প্রথমে পেয়েছিল পাকিস্তান। কিন্তু ভারত আপত্তি জানায়। নিরাপত্তার প্রশ্ন তোলে তারা। ভারতের বক্তব্যকে অজুহাত বলেই মনে করছেন আমির। তাঁর কথায়, ‘‘যখনই পাকিস্তান ক্রিকেট বোর্ড কিছু বলছে, তখনই বিসিসিআই বিভিন্ন ধরনের অজুহাত দিচ্ছে। এই দেশে তো আইসিসির প্রতিনিধিরা এসেছেন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড খেলে গিয়েছে। কারও কোনও সমস্যা হয়নি। যত সমস্যা ভারতের। ইচ্ছাকৃত ভাবে পাকিস্তান ক্রিকেটের ক্ষতি চাইছে ওরা।’’

Advertisement

আমিরের মতে, সবার উপরে ক্রিকেটকে গুরুত্ব দেওয়া উচিত। কী ভাবে ক্রিকেটের উন্নতি হবে সেটা ভাবা উচিত। তিনি বলেন, ‘‘ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান— যে দেশেই এশিয়া কাপ হোক না কেন, তাতে কারও কোনও সমস্যা থাকা উচিত নয়। কারণ, সবার নজর থাকা উচিত ক্রিকেটের উন্নতিতে। ভারত কিন্তু সেটা করছে না।’’

এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব কোন দেশ পাবে তা এখনও ঠিক হয়নি। তবে মনে করা হচ্ছে, পাকিস্তানের হাইব্রিড মডেলকেই মেনে নেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। অর্থাৎ, ভারত তাদের ম্যাচ পাকিস্তান বাদে অন্য কোনও দেশে খেলবে। বাকি সব দেশ পাকিস্তানে খেলবে। কিন্তু এখনও সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement