তালিকার শীর্ষে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। বিশ্বকাপে ন’ম্যাচে ৫০৯ রান করেছেন তিনি। প্রতিযোগিতায় সর্বোচ্চ রান করা ছাড়াও ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭০ রানের ইনিংস খেলেন মিচেল স্টার্কের স্ত্রী। তার ফলে তালিকায় চার ধাপ উঠেছেন হিলি।
মিতালির পয়েন্ট ৬৮৬। ফাইল চিত্র
মহিলাদের বিশ্বকাপে চুপ ছিল তাঁর ব্যাট। দলও উঠতে পারেনি সেমিফাইনালে। তার ফলেই আইসিসি-র এক দিনের ব্যাটারদের ক্রমতালিকায় এক ধাপ নামলেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। অবশ্য দলের আর এক ব্যাটার স্মৃতি মন্ধানা তালিকায় উপরে উঠেছেন।
আইসিসি-র প্রকাশ করা তালিকায় ষষ্ঠ থেকে সপ্তম স্থানে নেমেছেন মিতালি। তাঁর পয়েন্ট ৬৮৬। বিশ্বকাপে সাত ম্যাচে ২৬ গড়ে ১৮২ রান করেছেন মিতালি। একটি অর্ধশতরান রয়েছে তাঁর। খারাপ খেলায় পয়েন্ট কমেছে ভারতীয় অধিনায়কের। অন্য দিকে দশম থেকে নবম স্থানে উঠেছেন স্মৃতি। তাঁর পয়েন্ট ৬৬৯। বিশ্বকাপে সাত ম্যাচে ৪৬.৭১ গড়ে ৩২৭ রান করেছেন তিনি। সর্বোচ্চ ১২৩।
তালিকার শীর্ষে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। বিশ্বকাপে ন’ম্যাচে ৫০৯ রান করেছেন তিনি। প্রতিযোগিতায় সর্বোচ্চ রান করা ছাড়াও ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭০ রানের ইনিংস খেলেন মিচেল স্টার্কের স্ত্রী। তার ফলে তালিকায় চার ধাপ উঠেছেন হিলি।
আইসিসি-র বোলারদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন ভারতের ঝুলন গোস্বামী। অস্ট্রেলিয়ার এলিস পেরিকে সরিয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন ইংল্যান্ডের নাতালি শিভার। সেই তালিকায় সপ্তম স্থানে রয়েছেন ভারতের দীপ্তি শর্মা। ঝুলন রয়েছেন ১০ নম্বরে।