Ranji Trophy 2024-25

রঞ্জি সেমিফাইনালে চাপে রাহানের মুম্বই, প্রথম দিনেই ৩০৮ বিদর্ভের, গুজরাতের বিরুদ্ধে কেরল ২০৬/৪

রঞ্জি ট্রফির সেমিফাইনালের প্রথম দিনেই চাপে মুম্বই। প্রথমে ব্যাট করার সুবিধা কাজে লাগিয়ে ভাল জায়গায় বিদর্ভ। অহমদাবাদে কেরলও ভাল শুরু করেছে গুজরাতের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১০
Share:
picture of Ajinkya Rahane

অজিঙ্ক রাহানে। ছবি: পিটিআই।

রঞ্জি ট্রফির সেমিফাইনালের প্রথম দিনই মুম্বইয়ের বিরুদ্ধে ভাল জায়গায় বিদর্ভ। অক্ষয় ওয়াদকরের দলের রান ৫ উইকেটে ৩০৮। বিদর্ভের ব্যাটারদের দাপটে কিছুটা হলেও চাপে অজিঙ্ক রাহানেরা। আর একটি সেমিফাইনালে গুজরাতের বিরুদ্ধে প্রথম দিনের শেষে কেরলের রান ৪ উইকেটে ২০৬।

Advertisement

টস জিতে নাগপুরের ২২ গজে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিদর্ভের অধিনায়ক। ওপেনার অথর্ব তাইদে (৪) দ্রুত আউট হলেও অন্য ব্যাটারেরা পরিস্থিতি সামলে দেন। অন্য ওপেনার ধ্রব শোরে করেন ৭৪ রান। তিন নম্বরে নামা পার্থ রেখাডে (২৩) বড় রান না পেলেও চার নম্বরে নামা দানিশ মালেওয়ার খেলেন ৭৯ রানের ইনিংস। ভাল শুরু করেও অর্ধশতরান হাতছাড়া করলেন অভিজ্ঞ করুণ নায়ার। পাঁচ নম্বরে নেমে করলেন ৪৫। দিনের শেষে যশ রাঠোর ৪৭ এবং ওয়াদকর ১৩ রানে অপরাজিত আছেন।

মুম্বইয়ের হয়ে ভাল বল করলেন শামস মুলানি। ৪৪ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। তবে সফলতম বোলার শিবম দুবে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রিজ়ার্ভ হিসাবে থাকা অলরাউন্ডার ২ উইকেট নিলেন ৩৫ রান খরচ করে। ২৬ রানে ১ উইকেট রোস্টন ডায়াসের।

Advertisement

অন্য দিকে, ভাল জায়গায় কেরলও। অহমদাবাদেও টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কেরল অধিনায়ক সচিন বেবি। দুই ওপেনার অক্ষয় চন্দ্রন এবং রোহন কুন্নুমাল ৩০ রান করে করেন। তবে ব্যর্থ তিন নম্বরে নামা বরুণ নায়নার (১০)। দিনের শেষে অধিনায়ক বেবি ৬৯ রানে এবং উইকেটরক্ষক-ব্যাটার মহম্মদ আজহারউদ্দিন ৩০ রান করে অপরাজিত আছেন। পাঁচ নম্বরে ব্যাট করতে নামা জলজ সাক্সেনাও করেছেন ৩০।

গুজরাতের বোলারদের মধ্যে রবি বিশ্নোই ৩৩ রানে ১ উইকেট নিয়েছেন। ৩৩ রান খরচ করে ১ উইকেট প্রিয়জিৎ সিংহ জাডেজার। ৩৯ রানে ১ উইকেট আরজ়ান নাগাসওয়াল্লার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement