IPL 2025

আইপিএলের সূচি প্রকাশ হতেই কোহলিদের খোঁচা কেকেআরের! মনে করিয়ে দেওয়া হল জোড়া বিপর্যয়

রবিবার আইপিএলের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রতিযোগিতার প্রথম ম্যাচে মুখোমুখি হবে কেকেআর এবং আরসিবি। এখন থেকেই বিরাট কোহলিদের চাপে রাখার কৌশল নিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১২
Share:
picture of virat kohli

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল। আগামী ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে দু’দল। রবিবার আইপিএলের সূচি প্রকাশ হওয়ার পরই লড়াইয়ের দামামা বাজিয়ে দিল কেকেআর। সমাজমাধ্যমে বিরাট কোহলিদের খোঁচাও দিয়েছে শাহরুখ খানের দল।

Advertisement

আইপিএলের সূচি প্রকাশের পর সমাজমাধ্যমে দু’টি পোস্ট করেছেন কেকেআর কর্তৃপক্ষ। প্রথম পোস্টে ২২ মার্চ আরসিবির সঙ্গে ম্যাচের সূচি দিয়ে বলা হয়েছে, ‘ইডেন থেকে খেতাব রক্ষার লড়াই শুরু।’ এর পর আরও একটি পোস্ট করা হয় কেকেআরের পক্ষে। তাতে খোঁচা দেওয়া হয়েছে কোহলিদের। ব্যবহার করা হয়েছে দু’টি ছবি। প্রথমটিতে ২০১৭ সালে আরসিবির ব্যাটিং বিপর্যয়ের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। কোহলির দল ইডেনে ৪৯ রানে অলআউট হয়ে গিয়েছিল। এখনও পর্যন্ত সেটাই আইপিএলে কোনও দলের সব চেয়ে কম রানের ইনিংস। কেকেআরের অধিনায়ক হিসাবে সে বারই শেষ খেলেছিলেন গৌতম গম্ভীর। দ্বিতীয় ছবিতে তুলে ধরা হয়েছে ২০১৯ সালে দু’দলের লড়াইয়ের কথা। সেই ম্যাচে আন্দ্রে রাসেল ১৩ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলেছিলেন বেঙ্গালুরুর বিরুদ্ধে। রাসেলের আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে ২০৬ রানের লক্ষ্য তাড়া করে ১৯.১ ওভারে ম্যাচ জিতে নিয়েছিল কেকেআর।

আগামী আইপিএলে আরসিবিকে নেতৃত্ব দেবেন রজত পাটীদার। গত ১৩ ফেব্রুয়ারি তাঁর নাম অধিনায়ক হিসাবে ঘোষণা করেছেন আরসিবি কর্তৃপক্ষ। কেকেআর অবশ্য এখনও নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি। নেতৃত্বের দৌড়ে অজিঙ্ক রাহানে এবং বেঙ্কটেশ আয়ার আছেন বলে শোনা যাচ্ছে। কেকেআর কর্তৃপক্ষ অবশ্য এ নিয়ে কোনও ইঙ্গিত দেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement