India vs South Africa

ডারবানে বৃষ্টির কারণে ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচ

ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যে ৭.৩০টা থেকে। কিন্তু বৃষ্টির কারণে খেলা বাতিল করে দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩ ২০:১৭
Share:

ডারবানে বৃষ্টি। ছবি: রয়টার্স।

বৃষ্টির কারণে ডারবানে খেলা শুরুই করা সম্ভব হল না। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বাতিল। রবিবার ভারতীয় সময় সন্ধ্যে ৭টার সময় টস হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সেটা করা সম্ভব হয়নি। কোনও বল না খেলেই বাতিল হয়ে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি।

Advertisement

বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলেছিল। তার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে গিয়েছে দল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলতে গিয়েছে ভারত। কিন্তু বৃষ্টির কারণে প্রথম ম্যাচ খেলাই হল না। টস হয়নি রবিবার। এক সময় জানানো হয়েছিল ওভার কমিয়ে খেলা হতে পারে। কিন্তু বৃষ্টি না থামায় সেটাও সম্ভব হয়নি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ফরম্যাটের ক্রিকেটই খেলবে ভারত। যদিও ডারবানে একটি ম্যাচই ছিল। ফলে সমর্থকদের আশা পরের ম্যাচগুলিতে বৃষ্টি হবে না।

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরের টি-টোয়েন্টি মঙ্গলবার। সেই ম্যাচ হবে সেন্ট জর্জস পার্কে। শেষ ম্যাচ জোহানেসবার্গে। সেই ম্যাচটি হবে বৃহস্পতিবার।

এক দিনের সিরিজ় শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে। সেই ম্যাচটিও হবে জোহানেসবার্গে। দ্বিতীয় এক দিনের ম্যাচ সেন্ট জর্জস পার্কে। শেষ ম্যাচটি হবে পার্লে। সেটি হবে ২১ ডিসেম্বর। টেস্ট সিরিজ় শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে। প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানে। দ্বিতীয় টেস্ট কেপ টাউনে শুরু পরের বছর ৩ জানুয়ারি থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement