Manoj Tiwary

Manoj Tiwary: শতরান মনোজের, স্থানীয় ক্রিকেটে ১০ উইকেটে জিতল মোহনবাগান

আগের ম্যাচে কম রানে আউট হয়ে গিয়েছিলেন। কিন্তু সোমবার ঝলসে উঠল মনোজ তিওয়ারির ব্যাট। ওয়াইএমসিএ-র বিরুদ্ধে অপরাজিত শতরান করলেন মনোজ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১ ১৮:২০
Share:

শতরানের পর মনোজ। নিজস্ব চিত্র

আগের ম্যাচে কম রানে আউট হয়ে গিয়েছিলেন। কিন্তু সোমবার ঝলসে উঠল মনোজ তিওয়ারির ব্যাট। ওয়াইএমসিএ-র বিরুদ্ধে অপরাজিত শতরান করলেন মনোজ। তাঁর ইনিংসে ভর করে সিএবি-র প্রথম ডিভিশন ক্রিকেটে ওয়াইএমসিএ-কে ১০ উইকেটে হারিয়ে দিল মোহনবাগান।

Advertisement

ইডেন গার্ডেন্সে সোমবার প্রথমে ব্যাট করতে নেমে ১৭৩ রানে অলআউট হয়ে যায় ওয়াইএমসিএ। ৮ ওভারে ৩৫ রানে ৪ উইকেট নেন নীলকণ্ঠ দাস। দু’টি করে উইকেট নেন অর্ণব নন্দী, সায়ন ঘোষ এবং রাজকুমার পাল। মনোজ ২ ওভার বল করেও উইকেট পাননি। জবাবে মাত্র ২৬.৪ ওভারেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় মোহনবাগান। মনোজ ১০০ বলে অপরাজিত থাকেন ১০৩ রানে। মেরেছেন ১০টি চার এবং ৬টি ছয়। ৬২ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন অভিমন্যু ঈশ্বরণ।

এ ছাড়া সোমবার জিতেছে আনন্দবাজার স্পোর্টিং ক্লাব। তারা ৫ উইকেটে হারিয়েছে উয়াড়িকে। প্রথমে ব্যাট করে ১৬৫-৫ তুলেছিল উয়াড়ি। জবাবে সুরজিৎ যাদবের ৬২ রানের সৌজন্যে জেতে আনন্দবাজার। টাউন ক্লাব ১১৭ রানে হারিয়েছে আইবিএসি-কে। সন্দীপ তোমরের অপরাজিত ১৩৩ রানের সৌজন্যে ২৯৯ রান তোলে টাউন। জবাবে আইবিএসি অলআউট হয়ে যায় ১৮২ রানেই। বেহালা ফ্রেন্ডস ১১২ রানে হারিয়েছে অ্যামেচার সিসি-কে। শালকিয়া ফ্রেন্ডস ৭৩ রানে জিতেছে বাণী নিকেতনের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement