শতরান করে লোকেশ রাহুলের কায়দায় উল্লাস যশ দুবের। ছবি: পিটিআই
তৃতীয় দিনে উঠল ২৪৫ রান। উইকেট পড়ল মাত্র দু’টো। শতরান করলেন মধ্যপ্রদেশের দুই ব্যাটার যশ দুবে ও শুভম শর্মা। অর্ধশতরান রজত পাটীদারের। তৃতীয় দিন ম্যাচের দখল নিল মধ্যপ্রদেশ। দিনের শেষে তাদের রান ৩ উইকেট ৩৬৮। মুম্বইয়ের থেকে মাত্র ৬ রান পিছিয়ে মধ্যপ্রদেশ। প্রথম ইনিংসে মূল্যবান লিড নেওয়ার পথে চন্দ্রকান্ত পন্ডিতের ছেলেরা। বাকি দু’দিনে খেলা শেষ না হলে প্রথম ইনিংসে লিড পেলে প্রথম বারের জন্য রঞ্জি ট্রফি জিতবে মধ্যপ্রদেশ।
দ্বিতীয় দিনের শেষে ১২৩ রান ছিল মধ্যপ্রদেশের। যশ ৪৪ ও শুভম ৪১ রান করে খেলছিলেন। দ্বিতীয় দিন যেখানে শেষ করেছিলেন তৃতীয় দিন সেখান থেকেই শুরু করলেন দুই ব্যাটার। প্রথম সেশনে আক্রমণাত্মক ব্যাট করলেন তাঁরা। রানের গতি ওভার প্রতি সাড়ে তিন-এর কাছে ছিল। মুম্বইয়ের কোনও বোলার তাঁদের সমস্যায় ফেলতে পারেনি। মধ্যাহ্ণভোজের বিরতির আগেই শতরান করলেন যশ।
যশ ও শুভমের মধ্যে ২২২ রানে জুটি হল। এই জুটি মুম্বইকে ম্যাচ থেকে দূরে নিয়ে গেল। ১৩৩ রানের মাথায় যশ আউট হওয়ার পরে শুভমের সঙ্গে জুটি বাঁধলেন পাটীদার। সাবলীল ব্যাটিং করছিলেন তিনি। যশের পরে শুভমও শতরান করলেন। ১১৬ রান করে আউট হলেন তিনি।
দিনের দ্বিতীয় ও তৃতীয় সেশনে রানের গতি কিছুটা কমল। নইলে তৃতীয় দিনেই লিড নিতে পারত মধ্যপ্রদেশ। দিনের খেলা শেষ হওয়ার সময় পাটীদার ৬৭ ও আদিত্য শ্রীবাস্তব ১১ রান করে ব্যাট করছেন। শেষ দিকে পৃথ্বী শ, যশস্বী জায়সবালদের শরীরী ভাষা দেখে বোঝা যাচ্ছিল ম্যাচ ধীরে ধীরে তাঁদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এখন দেখার চতুর্থ দিন মুম্বইয়ের থেকে কত রানের লিড নিতে পারে মধ্যপ্রদেশ।