শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র
ব্যাট হাতে দীর্ঘ দিন মাঠে নামেননি তিনি। মাঠে নামার প্রস্তুতি চালাচ্ছেন। তার মধ্যেই আরও একটি দিক দেখা গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আয়ারের। গানও গাইছেন তিনি। শ্রেয়সের এই গানের জন্যই ক্ষমা চাইল লখনউ সুপার জায়ান্টস।
কৈলাশ খেরের জনপ্রিয় গান ‘সইয়াঁ’-য় ঠোঁট মেলাতে দেখা গিয়েছে শ্রেয়সকে। সেখানে কেকেআর অধিনায়ক ছাড়াও দিল্লি ক্যাপিটালসের অমন খান এবং লখনউয়ের হার্দিক তামোরে ও সূর্যাংশ শেরগে ছিলেন। এই গানের ভিডিয়ো সমাজমাধ্যমে দিয়ে লখনউ লিখেছে, ‘‘কৈলাশ খের, আমরা দুঃখিত।’’
চোটের কারণে গত আইপিএলে খেলতে পারেননি শ্রেয়স। তাঁর বদলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক করা হয়েছিল নীতীশ রানাকে। এপ্রিল মাসে শ্রেয়সকে অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসকেরা। মে মাসে লন্ডনে অস্ত্রোপচার হয় তাঁর। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলতে পারেননি শ্রেয়স।
এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সুস্থ হয়ে উঠছেন শ্রেয়স। তবে কবে সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি মাঠে নামতে পারবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপের আগে শ্রেয়সকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন চিকিৎসকেরা।