শেষ আপডেট:
১২ নভেম্বর ২০২৩ ২১:৩০
সেই রোহিতই উইকেট নিলেন
ছয় মারতে গিয়ে আউট নিদামানুরু।
শেষ আপডেট:
১২ নভেম্বর ২০২৩ ২১:২৭
বল করতে এলেন রোহিত
চমকের এখনও বাকি। রোহিত শর্মা বল করতে এলেন ৪৮তম ওভারে।
শেষ আপডেট:
১২ নভেম্বর ২০২৩ ২১:১২
অষ্টম উইকেট পড়ল
উইকেট নিলেন জাডেজা।
শেষ আপডেট:
১২ নভেম্বর ২০২৩ ২১:০৭
সপ্তম উইকেটের পতন
উইকেট নিলেন কুলদীপ।
শেষ আপডেট:
১২ নভেম্বর ২০২৩ ২০:৪৬
ষষ্ঠ উইকেটের পতন
দ্বিতীয় উইকেট সিরাজের। বোল্ড হলেন সাইব্রান্ড এঙ্গেলব্রেখট। ১৭২ রানে ৬ উইকেট চলে গেল নেদারল্যান্ডসের।
শেষ আপডেট:
১২ নভেম্বর ২০২৩ ১৯:৫৭
উইকেট নিলেন কোহলি
উইকেট নিলেন বিরাট কোহলি। নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে ১৭ রানে ফেরালেন তিনি।
শেষ আপডেট:
১২ নভেম্বর ২০২৩ ১৯:২৫
উইকেট রবীন্দ্র জাডেজার
প্রথম বলেই উইকেট নিলেন জাডেজা। ৩০ রানের মাথায় ও’ডয়েডকে আউট করলেন তিনি।
শেষ আপডেট:
১২ নভেম্বর ২০২৩ ১৯:২৫
ক্য়াচ ফস্কালেন সিরাজ
কুলদীপের বলে ক্যাচ ফস্কালেন সিরাজ। বল গিয়ে লাগে সিরাজের গলায়। চোট পেয়েছেন তিনি। আপাতত মাঠের বাইরে সিরাজ।
শেষ আপডেট:
১২ নভেম্বর ২০২৩ ১৯:১৬
উইকেট নিলেন কুলদীপ যাদব
একারম্য়ানকে ৩৫ রানের মাথায় আউট করলেন কুলদীপ।
শেষ আপডেট:
১২ নভেম্বর ২০২৩ ১৮:৫৯
নেদারল্যান্ডসের রান ৫০ পার
নবম ওভারে ৫০ রান পার নেদারল্য়ান্ডসের। ক্রিজে ম্যাক্স ও’ডয়েড ও কলিন একারম্যান।
শেষ আপডেট:
১২ নভেম্বর ২০২৩ ১৮:২৬
উইকেট নিলেন সিরাজ
নেদারল্যান্ডসের প্রথম উইকেট তুলে নিলেন সিরাজ। তাঁর বলে খোঁচা দিয়ে উইকেটরক্ষক লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিলেন ওয়েসলি বারেসি।
শেষ আপডেট:
১২ নভেম্বর ২০২৩ ১৭:৪৯
নেদারল্য়ান্ডসের লক্ষ্য ৪১১ রান
বেঙ্গালুরুতে ৪ উইকেটে ৪১০ রান করল ভারত।
শেষ আপডেট:
১২ নভেম্বর ২০২৩ ১৭:৪৮
আউট রাহুল
১০২ রান করে আউট হয়ে গেলেন রাহুল।
শেষ আপডেট:
১২ নভেম্বর ২০২৩ ১৭:৪৩
শতরান রাহুলেরও
ঘরের মাঠে ৬২ বলে শতরান করলেন লোকেশ রাহুল। একই ম্যাচে জোড়া শতরান হল ভারতের।
শেষ আপডেট:
১২ নভেম্বর ২০২৩ ১৭:২৪
শতরান শ্রেয়স আয়ারের
বিশ্বকাপে প্রথম শতরান করলেন শ্রেয়স। ৮৪ বলে ১০০ রান করলেন তিনি।
শেষ আপডেট:
১২ নভেম্বর ২০২৩ ১৭:০৮
অর্ধশতরান লোকেশ রাহুলের
৪০ বলে অর্ধশতরান করলেন লোকেশ রাহুল। ভারতের প্রথম পাঁচ জন ব্যাটারই অর্ধশতরান করলেন।
শেষ আপডেট:
১২ নভেম্বর ২০২৩ ১৬:২৯
অর্ধশতরান শ্রেয়স আয়ারের
৪৮ বলে অর্ধশতরান করলেন শ্রেয়স। রোহিত, শুভমন ও বিরাটের পর একই ম্যাচে অর্ধশতরান ভারতের চতুর্থ ব্যাটারের।
শেষ আপডেট:
১২ নভেম্বর ২০২৩ ১৬:০৪
আউট বিরাট কোহলি
অর্ধশতরান করেই আউট হয়ে গেলেন বিরাট কোহলি। ৫১ রান করে সাজঘরে ফিরলেন তিনি।
শেষ আপডেট:
১২ নভেম্বর ২০২৩ ১৬:০১
অর্ধশতরান বিরাট কোহলির
৫৩ বলে নিজের অর্ধশতরান করলেন বিরাট।
শেষ আপডেট:
১২ নভেম্বর ২০২৩ ১৫:৩৪
ভারতের রান ১৫০ পার
২২তম ওভারে ১৫০ রান পার ভারতের। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও শ্রেয়স আয়ার।