বরুণ চক্রবর্তী। —ফাইল চিত্র।
৩ উইকেটে ম্যাচ জিতল দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে ভারত ১২৪ রানের বেশি করতে পারেনি। ফলে বরুণ ৫ উইকেট নিয়ে চাপ তৈরি করলেও তা বেশি ক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হেরেই গেল ভারত।
পাঁচ উইকেট নিয়ে যে চাপ বরুণ তৈরি করেছিলেন, তা ধরে রাখতে পারলেন না বাকি বোলারেরা। শেষ বেলায় নেমে কোয়েৎজ়ি একের পর এক বড় শট খেলে ম্যাচ বার করে দিলেন।
পর পর উইকেট তুলছেন বরুণ। চাপ বাড়ছে দক্ষিণ আফ্রিকার উপর। ডেভিড মিলার শূন্য রানে আউট। বোল্ড হলেন তিনি। বরুণের গুগলি বুঝতে পারছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা।
পঞ্চম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। চাপ বাড়ছে তাদের উপর। ভারত মাত্র ১২৪ রান করলেও বোলারেরা ম্যাচে ফেরাচ্ছে ভারতকে। বরুণের বলে বড় শট খেলতে গিয়ে আউট ক্লাসেন।
বরুণের বলে বোল্ড হলেন জানসেন। তাঁকে আগে নামিয়ে চমক দেওয়ার চেষ্টা করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেটা কাজে এল না। ১০ বলে ৭ রান করে আউট হলেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার।
এ বার আউট হেন্ড্রিক্স। দ্বিতীয় উইকেট বরুণের। বোল্ড হলেন হেন্ড্রিক্স।
নিজের দ্বিতীয় বলেই মার্করামকে ফেরালেন বরুণ। চালাতে গিয়ে বোল্ড হলেন মার্করাম (৩)।
আরশদীপ সিংহ ফেরালেন রায়ান রিকেলটনকে। ছয় মারতে গিয়ে রিঙ্কু সিংহের হাতে ক্যাচ দিলেন রিকেলটন (১৩)।
৮৬ রান তুলল ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫ ওভারে ৮৬ রান যথেষ্টই কম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে বেশ চাপে ভারত।
হার্দিকের মারা বলে আঙুল ছোঁয়ান বোলার নাবায়োমজি পিটার। সেই বল উইকেটে লাগে। নন-স্ট্রাইকার প্রান্তে থাকা অক্ষর তখন ক্রিজ়ের বাইরে। আউট হয়ে গেলেন তিনি। ৭০ রানে ৫ উইকেট হারাল ভারত।
এক্সট্রা কভারে দাঁড়িয়ে ছিলেন ডেভিড মিলার। সেই দিকেই বল মারেন তিলক। কিন্তু ডান দিকে শরীর ছুড়ে লাফিয়ে এক হাতে ক্যাচ ধরলেন মিলার। তাতেই শেষ তিলকের ইনিংস। চতুর্থ উইকেট হারাল ভারত।
তৃতীয় উইকেট হারাল ভারত। সাজঘরে ফিরলেন অধিনায়ক। ৪ রান করে আউট হলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চাপে ভারত।
মাত্র ৪ রান করে আউট অভিষেক। প্রথম ওভারে আউট হয়েছিলেন সঞ্জু। তার পরেও ঝোড়ো ইনিংস খেলার লক্ষ্য ছিল ওপেনার অভিষেকের। তাতেই বিপদ। কোয়েৎজ়ির বাউন্সারে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিলেন উইকেটের পিছনে শর্ট ফাইন লেগে দাঁড়ানো জানসেনের হাতে।
আউট সঞ্জু। মার্কো জানসেনের বলে বোল্ড হলেন তিনি। আগের দু'টি ম্যাচে শতরানের পর কেবেরহায় শূন্য করলেন সঞ্জু।
জয়ী দল ধরে রাখল ভারত। কোনও পরিবর্তন করা হয়নি। অর্থাৎ প্রথম একাদশে রয়েছেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, রিঙ্কু সিংহ, অক্ষর পটেল, আরশদীপ সিংহ, রবি বিশ্নোই, আবেশ খান এবং বরুণ চক্রবর্তী।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হারল ভারত। এই ম্যাচের মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা। যে কারণে টস জিতে বল করার সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম।