India tour of South Africa 2024

ব্যাটিং ব্যর্থতায় ডুবল ভারত, লাভ হল না বরুণের পাঁচ উইকেটে, জয়ে ফিরল দক্ষিণ আফ্রিকা

প্রথম ম্যাচে ৬১ রানে জিতেছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ১-০ এগিয়ে গিয়েছে তারা। রবিবার জিতলে সিরিজ় জয় থেকে আর এক ধাপ দূরে থাকবে ভারত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৯:০২
Share:

বরুণ চক্রবর্তী। —ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ২৩:১৪ key status

হারল ভারত

৩ উইকেটে ম্যাচ জিতল দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে ভারত ১২৪ রানের বেশি করতে পারেনি। ফলে বরুণ ৫ উইকেট নিয়ে চাপ তৈরি করলেও তা বেশি ক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হেরেই গেল ভারত।

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ২৩:০৮ key status

চাপ কাটালেন কোয়েৎজ়ি

পাঁচ উইকেট নিয়ে যে চাপ বরুণ তৈরি করেছিলেন, তা ধরে রাখতে পারলেন না বাকি বোলারেরা। শেষ বেলায় নেমে কোয়েৎজ়ি একের পর এক বড় শট খেলে ম্যাচ বার করে দিলেন। 

Advertisement
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ২২:৩৫ key status

পাঁচ উইকেট বরুণের

পর পর উইকেট তুলছেন বরুণ। চাপ বাড়ছে দক্ষিণ আফ্রিকার উপর। ডেভিড মিলার শূন্য রানে আউট। বোল্ড হলেন তিনি। বরুণের গুগলি বুঝতে পারছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা।

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ২২:৩২ key status

বরুণের চার উইকেট

পঞ্চম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। চাপ বাড়ছে তাদের উপর। ভারত মাত্র ১২৪ রান করলেও বোলারেরা ম্যাচে ফেরাচ্ছে ভারতকে। বরুণের বলে বড় শট খেলতে গিয়ে আউট ক্লাসেন। 

Advertising
Advertising
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ২২:২৬ key status

এ বার বোল্ড জানসেন

বরুণের বলে বোল্ড হলেন জানসেন। তাঁকে আগে নামিয়ে চমক দেওয়ার চেষ্টা করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেটা কাজে এল না। ১০ বলে ৭ রান করে আউট হলেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার।

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ২২:১৩ key status

বোল্ড হেন্ড্রিক্স

এ বার আউট হেন্ড্রিক্স। দ্বিতীয় উইকেট বরুণের। বোল্ড হলেন হেন্ড্রিক্স।

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ২১:৫৯ key status

উইকেট পেলেন বরুণ

নিজের দ্বিতীয় বলেই মার্করামকে ফেরালেন বরুণ। চালাতে গিয়ে বোল্ড হলেন মার্করাম (৩)।

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ২১:৪৫ key status

প্রথম সাফল্য ভারতের

আরশদীপ সিংহ ফেরালেন রায়ান রিকেলটনকে। ছয় মারতে গিয়ে রিঙ্কু সিংহের হাতে ক্যাচ দিলেন রিকেলটন (১৩)।

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ২১:৪২ key status

চালিয়ে খেলছে দক্ষিণ আফ্রিকা

২ ওভারে ১৬ রান তুলে ফেলেছে তারা।

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ২০:৪৩ key status

১৫ ওভার শেষে

৮৬ রান তুলল ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫ ওভারে ৮৬ রান যথেষ্টই কম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে বেশ চাপে ভারত। 

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ২০:৩৩ key status

রান আউট অক্ষর

হার্দিকের মারা বলে আঙুল ছোঁয়ান বোলার নাবায়োমজি পিটার। সেই বল উইকেটে লাগে। নন-স্ট্রাইকার প্রান্তে থাকা অক্ষর তখন ক্রিজ়ের বাইরে। আউট হয়ে গেলেন তিনি। ৭০ রানে ৫ উইকেট হারাল ভারত।

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ২০:১৫ key status

আউট তিলক

এক্সট্রা কভারে দাঁড়িয়ে ছিলেন ডেভিড মিলার। সেই দিকেই বল মারেন তিলক। কিন্তু ডান দিকে শরীর ছুড়ে লাফিয়ে এক হাতে ক্যাচ ধরলেন মিলার। তাতেই শেষ তিলকের ইনিংস। চতুর্থ উইকেট হারাল ভারত।

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৯:৫৪ key status

আউট সূর্যকুমার

তৃতীয় উইকেট হারাল ভারত। সাজঘরে ফিরলেন অধিনায়ক। ৪ রান করে আউট হলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চাপে ভারত।

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৯:৪৫ key status

আউট অভিষেক

মাত্র ৪ রান করে আউট অভিষেক। প্রথম ওভারে আউট হয়েছিলেন সঞ্জু। তার পরেও ঝোড়ো ইনিংস খেলার লক্ষ্য ছিল ওপেনার অভিষেকের। তাতেই বিপদ। কোয়েৎজ়ির বাউন্সারে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিলেন উইকেটের পিছনে শর্ট ফাইন লেগে দাঁড়ানো জানসেনের হাতে।

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৯:৩৬ key status

শূন্য রানে আউট সঞ্জু

আউট সঞ্জু। মার্কো জানসেনের বলে বোল্ড হলেন তিনি। আগের দু'টি ম্যাচে শতরানের পর কেবেরহায় শূন্য করলেন সঞ্জু।

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৯:১১ key status

ভারতীয় দলে পরিবর্তন নেই

জয়ী দল ধরে রাখল ভারত। কোনও পরিবর্তন করা হয়নি। অর্থাৎ প্রথম একাদশে রয়েছেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, রিঙ্কু সিংহ, অক্ষর পটেল, আরশদীপ সিংহ, রবি বিশ্নোই, আবেশ খান এবং বরুণ চক্রবর্তী।

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৯:০৯ key status

টস হারল ভারত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হারল ভারত। এই ম্যাচের মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা। যে কারণে টস জিতে বল করার সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম।

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৮:৩৩ key status

প্রথম ম্যাচ জিতেছিল ভারত

সাদা বলের ক্রিকেটে ফিরতেই ভারত নিজের পুরনো দাপট দেখাতে শুরু করে দিল। অক্ষর পটেল ছাড়া শেষ টেস্ট সিরিজ়ের আর কেউ এই দলে নেই। সূর্যকুমারের নেতৃত্বে প্রথম ম্যাচে দাপট দেখিয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচেও সেই দাপট ধরে রাখতে চাইবেন সূর্যেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement