New Zealand tour of India 2024

৭ উইকেট সুন্দরের, নিউ জ়িল্যান্ড ২৫৯, কেমন হল পুণে টেস্টের প্রথম দিনের খেলা?

নিউ জ়িল্যান্ডের কাছে প্রথম টেস্টে হেরে গিয়েছে ভারত। পুণেতে দ্বিতীয় টেস্ট শুরু বৃহস্পতিবার, পুণেতে। ভারত কি ম্যাচ জিতে সিরিজ়‌ে সমতা ফেরাতে পারবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ০৯:০৩
Share:

ওয়াশিংটনকে নিয়ে উচ্ছ্বাস সতীর্থদের। ছবি: পিটিআই।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ১৬:৩৫ key status

প্রথম দিনের খেলা শেষ

১১ ওভারে ১৬/১ স্কোরে ইনিংস শেষ হল ভারতের। 

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ১৬:০৫ key status

শুরুতেই আউট রোহিত

সাউদির বলে বোল্ড রোহিত। কোনও রান না করেই সাজঘরে ভারত অধিনায়ক।

Advertisement
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ১৫:১৬ key status

আউট ফিলিপ্স

আরও একটি উইকেট ওয়াশিংটন সুন্দরের। চতুর্থ উইকেট তুলে নিলেন তিনি। এ বার ফেরালেন গ্লেন ফিলিপ্সকে। তাঁর বলে কিউই ব্যাটার ক্যাচ দিলেন অশ্বিনের হাতে। ৯ রানে আউট ফিলিপ্স।

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ১৪:৪১ key status

আউট মিচেল

থামছেনই না ওয়াশিংটন। চা বিরতির  আগে এবং পরে এই অফস্পিনারের দাপটে ত্রস্ত নিউ জ়িল্যান্ড। তিনটি উইকেট পেলেন তিনি। মিচেল ফিরলেন ১৮ রানে।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ১৪:১৬ key status

চা বিরতিতে নিউ জ়‌িল্যান্ড ২০১/৫

প্রথম দিনে নিউ জ়িল্যান্ডকে অলআউট করে দেওয়ার সুযোগ রয়েছে ভারতের।

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ১৪:১৩ key status

ব্লান্ডেল আউট

পর পর দু’ওভারে দুটি উইকেট নিলেন ওয়াশিংটন। রাচিনের পর এ বার তাঁর বলে বোল্ড ব্লান্ডেল। চা বিরতির আগে চাপে পড়ল নিউ জ়িল্যান্ড।

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ১৪:০৫ key status

আউট রাচিন

ক্রিজে জমে গিয়েছিলেন রাচিন। আউট করাই যাচ্ছিল না তাঁকে। অবশেষে ওয়াশিংটনের বলে পরাস্ত হলেন। স্টাম্প ছিটকে গেল। চতুর্থ উইকেট হারার কিউয়িরা।

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ১৩:৪৮ key status

রাচিনের অর্ধশতরান

অর্ধশতরান করলেন রাচিন। ভারতের মাটিতে আবার ফর্মে কিউয়ি ক্রিকেটার। বেঙ্গালুরু হোক বা পুণে, ভারতের পিচে কোনও বোলারকেই খেলতে সমস্যা হচ্ছে না তাঁর।

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ১২:৪৭ key status

উইকেট নিতে পারছে না ভারত

নিউ জ়‌িল্যান্ডকে ভাল জায়গায় নিয়ে যাচ্ছে কনওয়ে-রবীন্দ্র জুটি। ভারতীয় বোলারেরা উইকেট পাওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। এখনও সফল হননি। স্পিন দিয়েই আক্রমণ করার চেষ্টা চলছে। অশ্বিন, সুন্দর, জাডেজাদের নিয়ে ত্রিমুখী আক্রমণ চলছে।

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ১২:১৩ key status

কনওয়ের অর্ধশতরান

মধ্যাহ্নভোজের পর প্রথম বলেই বুমরাকে চার মেরে অর্ধশতরান পূরণ করলেন কনওয়ে। টানা দ্বিতীয় অর্ধশতরান হল তাঁর।

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ১১:৩২ key status

মধ্যাহ্নভোজের বিরতি

দু’উইকেট হারিয়ে লড়াই করছে নিউ জ়‌িল্যান্ড। ওপেনার ডেভন কনওয়ে অর্ধশতরানের সামনে। তাঁর সঙ্গে রয়েছেন রাচিন রবীন্দ্র।

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ১১:০৯ key status

আউট ইয়ং

বেশ খানিকক্ষণ সামলে নেওয়ার পর আউট ইয়ং। অশ্বিনের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিলেন।

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ১০:১০ key status

আউট লাথাম

স্পিনার আসতেই নিউ জ়িল্যান্ড বেকায়দায়। অশ্বিনের বল এগিয়ে এসে খেলতে গিয়ে এলবিডব্লিউ হলেন লাথাম (১৫)।

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ০৯:৫০ key status

নিউ জ়‌িল্যান্ড ৪ ওভারে ১৮-০

ক্রিজে দুই ওপেনার কনওয়ে (৫) এবং লাথাম (১২)।

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ০৯:০৩ key status

টসে হেরে গেলেন রোহিত

নিউ জ়িল্যান্ডের অধিনায়ক টম লাথাম টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement