ওয়াশিংটনকে নিয়ে উচ্ছ্বাস সতীর্থদের। ছবি: পিটিআই।
সাউদির বলে বোল্ড রোহিত। কোনও রান না করেই সাজঘরে ভারত অধিনায়ক।
আরও একটি উইকেট ওয়াশিংটন সুন্দরের। চতুর্থ উইকেট তুলে নিলেন তিনি। এ বার ফেরালেন গ্লেন ফিলিপ্সকে। তাঁর বলে কিউই ব্যাটার ক্যাচ দিলেন অশ্বিনের হাতে। ৯ রানে আউট ফিলিপ্স।
থামছেনই না ওয়াশিংটন। চা বিরতির আগে এবং পরে এই অফস্পিনারের দাপটে ত্রস্ত নিউ জ়িল্যান্ড। তিনটি উইকেট পেলেন তিনি। মিচেল ফিরলেন ১৮ রানে।
প্রথম দিনে নিউ জ়িল্যান্ডকে অলআউট করে দেওয়ার সুযোগ রয়েছে ভারতের।
পর পর দু’ওভারে দুটি উইকেট নিলেন ওয়াশিংটন। রাচিনের পর এ বার তাঁর বলে বোল্ড ব্লান্ডেল। চা বিরতির আগে চাপে পড়ল নিউ জ়িল্যান্ড।
ক্রিজে জমে গিয়েছিলেন রাচিন। আউট করাই যাচ্ছিল না তাঁকে। অবশেষে ওয়াশিংটনের বলে পরাস্ত হলেন। স্টাম্প ছিটকে গেল। চতুর্থ উইকেট হারার কিউয়িরা।
অর্ধশতরান করলেন রাচিন। ভারতের মাটিতে আবার ফর্মে কিউয়ি ক্রিকেটার। বেঙ্গালুরু হোক বা পুণে, ভারতের পিচে কোনও বোলারকেই খেলতে সমস্যা হচ্ছে না তাঁর।
নিউ জ়িল্যান্ডকে ভাল জায়গায় নিয়ে যাচ্ছে কনওয়ে-রবীন্দ্র জুটি। ভারতীয় বোলারেরা উইকেট পাওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। এখনও সফল হননি। স্পিন দিয়েই আক্রমণ করার চেষ্টা চলছে। অশ্বিন, সুন্দর, জাডেজাদের নিয়ে ত্রিমুখী আক্রমণ চলছে।
মধ্যাহ্নভোজের পর প্রথম বলেই বুমরাকে চার মেরে অর্ধশতরান পূরণ করলেন কনওয়ে। টানা দ্বিতীয় অর্ধশতরান হল তাঁর।
দু’উইকেট হারিয়ে লড়াই করছে নিউ জ়িল্যান্ড। ওপেনার ডেভন কনওয়ে অর্ধশতরানের সামনে। তাঁর সঙ্গে রয়েছেন রাচিন রবীন্দ্র।
বেশ খানিকক্ষণ সামলে নেওয়ার পর আউট ইয়ং। অশ্বিনের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিলেন।
স্পিনার আসতেই নিউ জ়িল্যান্ড বেকায়দায়। অশ্বিনের বল এগিয়ে এসে খেলতে গিয়ে এলবিডব্লিউ হলেন লাথাম (১৫)।
ক্রিজে দুই ওপেনার কনওয়ে (৫) এবং লাথাম (১২)।