কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।
ভারতের বিরুদ্ধে দিল্লিতে ৮৬ রানে হার বাংলাদেশের। ২২১ রান তোলে ভারত। বাংলাদেশের ইনিংস শেষ ১৩৫ রানে।
নীতীশের বলে মাহমুদুল্লা। ৪১ রান করে আউট হলেন তিনি। বাংলাদেশ হারের মুখে। ৯ উইকেট চলে গিয়েছে তাদের। এখনও ৯৪ রান বাকি। তবে হাতে মাত্র ৪ বল।
দুর্দান্ত ক্যাচ হার্দিকের। বরুণের বলে বড় শট মেরেছিলেন রিশাদ হোসেন। বাউন্ডারিতে ছিলেন হার্দিক। ডিপ মিড উইকেট থেকে বাঁদিকে দৌড় শুরু করেন তিনি। দৌড়ে গিয়ে লুফে নেন বল। বল ধরে পড়ে যান হার্দিক, কিন্তু বল ছাড়েননি। ৯ রান করে আউট হয়ে যান রিশাদ।
তোহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ এবং জাকের আলি পর পর আউট হয়ে গেলেন। ৪৬ রানে ৩ উইকেট থেকে বাংলাদেশ হঠাৎ ৮৩ রানে ৬ উইকেট হারিয়ে চাপে। ভারতের হয়ে এখনও পর্যন্ত সাত জন বল করেছেন। তাঁদের মধ্যে নীতীশ বাদ দিয়ে সকলেই একটি করে উইকেট নিয়েছেন।
লক্ষ্য ২২২ রান। যে রান তুলতে নেমে বড় শট খেলতে শুরু করলেন বাংলাদেশের ব্যাটারেরা। খোয়ালেন উইকেটও। ৬ ওভারে ৪৩ রান তুলেছে বাংলাদেশ। সাজঘরে ৩ ব্যাটার।
পর পর উইকেট হারাচ্ছে বাংলাদেশ। অধিনায়কের পর এ বার আউট অভিজ্ঞ লিটন। ১৪ রান করে সাজঘরে ফিরলেন তিনি। বোল্ড হলেন লিটন।
৭ বলে ১১ রান করে আউট বাংলাদেশের অধিনায়ক। ওয়াশিংটন সুন্দরের বলে আউট হলেন তিনি।
আরশদীপের প্রথম ওভারে ১৪ রান তোলেন ইমন। দ্বিতীয় ওভারেও ভারতের বাঁহাতি পেসারের বিরুদ্ধে শট মারতে যান তিনি। কিন্তু ইমনের ব্যাটে বল লেগে উইকেটে লাগে। ১৬ রান করে আউট বাংলাদেশের ওপেনার।
বাংলাদেশের বিরুদ্ধে ২২১ রান তুলল ভারত। পাওয়ার প্লে-তে ৪১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েও বড় রান তুলল তারা। নীতীশ এবং রিঙ্কু মিলে ১০৮ রানের জুটি গড়েন। দু'জনেই অর্ধশতরান করেন। হার্দিক করেন ৩২ রান। ৬ বলে ১৫ রান করেন রিয়ান পরাগ। তাঁদের দাপটেই ভারত ২২১ রান তুলে নিল।
১৯ বলে ৩২ রান করলেন হার্দিক। পর পর উইকেট হারাচ্ছে ভারত। হার্দিকের পর আউট বরুণ চক্রবর্তী। রিশাদ হোসেনের বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিলেন তাঁরা।
৬ বলে ১৫ রান করে আউট রিয়ান পরাগ। দু'টি ছক্কা মেরে আউট হয়ে গেলেন তরুণ ক্রিকেটার।
নীতীশের পর অর্ধশতরান রিঙ্কুর। তার পরেই আউট হয়ে গেলেন তিনি। ৩০ বলে ৫৩ রান করে আউট হলেন রিঙ্কু। তাসকিন আহমেদের বলে বড় শট খেলতে গিয়ে আউট হলেন তিনি।
৩৪ বলে ৭৪ রান করলেন নীতীশ। ভারতকে বড় রানের পথে এগিয়ে দিলেন তিনি। মুস্তাফিজুরের বলে ক্যাচ দিয়ে আউট হন নীতীশ। সাতটি ছক্কা মারেন তিনি।
১২২ রান তুলে নিয়েছে ভারত। নীতীশের ব্যাটে অর্ধশতরান। পাল্লা দিয়ে রান করছেন রিঙ্কু। পাওয়ার প্লে-র মধ্যে তিন উইকেট চলে গেলেও ভারতের রানের গতি কমেনি। বাংলাদেশের উপর বড় রানের বোঝা চাপানোর লক্ষ্যে রিঙ্কুরা।
২৭ বলে ৫০ করলেন নীতীশ কুমার রেড্ডি। গোয়ালিয়রে অভিষেক হয়েছিল তাঁর। ভারতের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছেন দিল্লিতে। সেই ম্যাচেই অর্ধশতরান করলেন নীতীশ। চাপ কাটিয়ে বড় রানের পথে ভারত।
দিল্লিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করছে ভারত। ৭ ওভারে তারা তুলল ৫১ রান। সাজঘরে তিন ব্যাটার। রিঙ্কু এবং নীতীশ মিলে ইনিংস গড়ার চেষ্টা করছেন।
অধিনায়ক ফিরলেন সাজঘরে। মুস্তাফিজুর রহমানের বলে ক্যাচ তুলে দিলেন সূর্যকুমার। মন্থর গতির বলেই উইকেট আসছে। পিচের মন্থরতা কাজে লাগাচ্ছে বাংলাদেশ।
তানজিম হাসান শাকিবের বলে ছিটকে গেল অভিষেকের স্টাম্প। ১৪৭ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে আসা বল লাগে অভিষেকের ব্যাটের কানায়। সেই বল ঢুকে এসে উইকেট ভেঙে দেয়।
তাসকিনের বলে আউট সঞ্জু। পিচে অসমান বাউন্স রয়েছে। তাসকিনের বল থমকে এসেছিল সঞ্জুর ব্যাটে। আগে ব্যাট চালিয়ে ফেলেন ভারতীয় ওপেনার। ব্যাটে লেগে বল চলে যায় মিড অফে দাঁড়ানো শান্তর হাতে।