হেডকে আউট করার পর জাডেজাকে অভিনন্দন রোহিতদের। ছবি: আইসিসি।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ১২৩/৪। উইকেটে রয়েছেন লাবুশেন (৪১) এবং গ্রিন (৭)।
হেডকে (১৮) আউট করলেন জাডেজা। অস্ট্রেলিয়া ১১১/৪। প্রথম ইনিংসের দুই শতরানকারীই দ্বিতীয় ইনিংসে রান পেলেন না।
স্মিথকে (৩৪) আউট করলেন জাডেজা। অস্ট্রেলিয়া ৮৬/৩। কামিন্সরা এগিয়ে ২৫৯ রানে।
ব্যাট করছেন লাবুশেন (৩৫) এবং স্মিথ (৩৪)। অস্ট্রেলিয়া এগিয়ে ২৫৯ রানে।
খোয়াজাকে (১৩) আউট করলেন উমেশ। অস্ট্রেলিয়া ২৪/২। ভারতের থেকে এগিয়ে ১৯৭ রানে।
ব্যাট করছেন খোয়াজা (১৩) এবং লাবুশেন (৮)। ১৯৭ রানে এগিয়ে কামিন্সরা।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২৩/১। উইকেটে আছেন খোয়াজা (১৩) এবং লাবুশেন (৮)। রোহিতদের থেকে ১৯৬ রানে এগিয়ে কামিন্সরা।
শামিকে (১৩) আউট করলেন স্টার্ক। ভারতের ইনিংস শেষ হল ২৯৬ রানে। রোহিতরা প্রথম ইনিংসে পিছিয়ে থাকলেন ১৭৩ রানে।
শার্দূলকে (৫১) আউট করলেন গ্রিন। ভারত ২৯৪/৯। রোহিতরা পিছিয়ে রয়েছেন ১৭৫ রানে।
১০৮ বলে ৫১ রান করে খেলছেন শার্দূল। তাঁর সঙ্গে ২২ গজে রয়েছেন শামি (১০)। ভারত ২৯২/৮। রোহিতরা এখনও পিছিয়ে ১৭৭ রানে।
ব্যাট করছেন শার্দূল (৪০) এবং উমেশ (৫)। ভারত ২৭১/৯। রোহিতরা পিছিয়ে ১৯৮ রানে।
মধ্যাহ্নভোজের পর প্রথম ওভারেই ৮৯ রান করে আউট রাহানে। কামিন্সের বলে আউট হলেন তিনি। ভারত ২৬১/৭। অস্ট্রেলিয়ার থেকে পিছিয়ে ২০৮ রানে। ৮৩ তম টেস্টে ৫০০০ রান পূর্ণ করলেন রাহানে।
ভারত ২৬০/৬। ২২ গজে রয়েছেন রাহানে (৮৯) এবং শার্দূল (৩৬)। ভারত এখনও ২০৯ রানে পিছিয়ে।
ব্যাট করছেন রাহানে (৬৮) এবং শার্দূল (২৪)। ভারত পিছিয়ে ২৪৫ রানে।
ব্যাট করছেন রাহানে (৫৩) এবং শার্দূল (১৬)। ২৬৯ রানে পিছিয়ে ভারত।