(বাঁ দিকে) যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল (ডান দিকে)। ছবি: এক্স (টুইটার)।
প্রথম ২ ঘণ্টায় ভারতের দাপট পার্থে। ব্যাট করছেন যশস্বী (১৪১) এবং পাড়িক্কল (২৫)। ভারতের দ্বিতীয় ইনিংসের রান ১ উইকেটে ২৭৫। ৩২১ রানে এগিয়ে বুমরারা।
পার্থ টেস্টে নজির গড়ল ভারতীয় দল। এই প্রথম বার অস্ট্রেলিয়ার মাটিতে ওপেনিং জুটিতে ২০০ রান করল ভারত। যশস্বী এবং রাহুলের ব্যাটে নতুন মাইলফলক স্পর্শ।
তৃতীয় দিন প্রথম ধাক্কা ভারতীয় শিবিরে। ৭৭ রান করে স্টার্কের বলে ক্যাচ আউট রাহুল। ভারত ২০১/১।
হেজ়লউডকে ছয় মেরে শতরান পূর্ণ করলেন যশস্বী। তরুণতম ভারতীয় ক্রিকেটার হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট শতরান ২২ বছরের ব্যাটারের। টেস্টে চতুর্থ শতরান যশস্বীর। ভারত ১৯৭/০।