লোকেশ রাহুল। —ফাইল চিত্র।
অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৩৫২ রান তোলে। ভারত শেষ হয়ে যায় ২৮৬ রানে।
হারের মুখে ভারত। আউট জাডেজাও। উইকেট পেলেন তরুণ স্পিনার সঙ্গা।
সপ্তম উইকেট হারাল ভারত। ২ রান করে আউট কুলদীপ। দ্বিতীয় উইকেট হেজলউডের।
শেষ ১০ ওভারে জয়ের জন্য ভারতের চাই ১০২ রান। হাতে রয়েছে ৪ উইকেট।
আরও একটি উইকেট হারাল ভারত। ম্যাক্সওয়েলের বলে বোল্ড শ্রেয়স। ৪৮ রান করে আউট হলেন তিনি।
মাত্র ৮ রান করে আউট সূর্যকুমার। ৩৫৩ রান তাড়া করতে গেলে শেষ বেলায় তাঁর বিধ্বংসী ইনিংস প্রয়োজন ছিল। কিন্তু সেটা হল না। হেজলউডের বলে আউট হলেন তিনি।
২৬ রান করে আউট রাহুল। মিডউইকেটের দিকে মারতে গিয়ে বল উপরের দিকে উঠে যায়। বল তালুবন্দি করেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি।
জয়ের জন্য ভারতের চাই আর ১৫০ রান। হাতে রয়েছে ১৮ ওভার। ক্রিজে শ্রেয়স আয়ার এবং লোকেশ রাহুল।
৫৬ রান করে আউট বিরাট। তাঁর উইকেটও নিলেন ম্যাক্সওয়েল। এখনও পর্যন্ত তিনটি উইকেট অস্ট্রেলিয়ার অলরাউন্ডারের। জয়ের জন্য ভারতের চাই আরও ১৮২ রান।
রোহিত আউট হওয়ার পর রানের দায়িত্ব বিরাটের কাঁধে। চার মেরে ৫০ করলেন তিনি। বিরাট ছক্কা মারতে গিয়েছিলেন। কিন্তু একটু আগে ড্রপ খায় বলটি। চার হয়ে যায়।
২২ ওভারে ১৪৯ রান তুলল ভারত। ২ উইকেট হারিয়ে লড়ছেন বিরাট এবং শ্রেয়স। জয়ের জন্য এখনও ২০৪ রান চাই ভারতের।
রোহিতের মারা বল ম্যাক্সওয়েলের হাতে জমে গেল। ৮১ রান করে আউট রোহিত। অল্পের জন্য শতরান ফস্কালেন তিনি।
ওপেন করতে নামা ওয়াশিংটন আউট। গ্লেন ম্যাক্সওয়েলের বলে বড় শট খেলতে গিয়ে আউট হলেন তিনি।
প্রথম ১০ ওভারে ৭২ রান তুলল ভারত। রোহিত ৫০ রান করে ফেলেছেন। উল্টো দিকে ব্যাট করছেন ওয়াশিংটন।
ভারতের হয়ে রোহিতের সঙ্গে ওপেন করছেন ওয়াশিংটন সুন্দর। শুভমন গিল এবং ঈশান কিশন না থাকায় ওপেন করতে নামানো হল তাঁকে।
রাজকোটে ভারতের বিরুদ্ধে ৩৫২ রান তুলল অস্ট্রেলিয়া। শুরুতে ওয়ার্নার (৫৬), মার্শ (৯৬) এবং স্মিথ (৭৪) রান করেন। চার নম্বরে নেমে লাবুশেন করেন ৭২ রান। তাঁদের দাপটে ৩৫২ রান তুলল অস্ট্রেলিয়া। তবে যে ভাবে তারা শুরু করেছিল, তাতে আরও বেশি রান তুলতে পারত। কিন্তু ভারতের বোলারেরা রান আটকে দেন।
লাবুশেন অর্ধশতরান করলেন। রাজকোটে বড় রান তুলছে অস্ট্রেলিয়া। ৩০০ রান পার করে গিয়েছে তারা। ৪২ বল খেলে ৫০ রান করলেন লাবুশেন।
বুমরার ইয়র্কার সামলাতে পারলেন না ম্যাক্সওয়েল। বোল্ড হলেন তিনি। ৩৯ ওভারে ২৮১ রান তুলল অস্ট্রেলিয়া।
বুমরার বলে ক্যাচ দিলেন ক্যারি। ১১ রান করে আউট অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক।