যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র।
দিনের শেষে অস্ট্রেলিয়া ৪০৫/৭। হেড ১৫২, স্মিথ ১০১। বুমরা ৭২/৫।
বুমরার বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট হেড (১৫২)। পর পর তিন উইকেট নিয়ে ভারতকে আবার লড়াইয়ে ফেরালেন বুমরা। অস্ট্রেলিয়া ৩২৭/৬। বুমরা ৬১/৫।
মার্শকে (৫)আউট করলেন বুমরা। পর পর ২ উইকেট নিয়ে দলকে ফেরালেন লড়াইয়ে। অস্ট্রেলিয়া ৩২৬/৫।
স্মিথকে (১০১) আউট করেন বুমরা। তৃতীয় উইকেট নিলেন তিনি। অস্ট্রেলিয়া ৩১৬/৪।
৩৩তম টেস্ট শতরান করলেন স্মিথ। হেডের সঙ্গে জুটিতে এখনও পর্যন্ত তুলেছেন ২৩৭ রান। অস্ট্রেলিয়া ৩১২/৩।
২২ গজে স্মিথ (৬৫) এবং হেড (১০৩)। অস্ট্রেলিয়া ২৩৪/৩। বুমরা ৫১/২।
অ্যাডিলেডের পর ব্রিসবেনেও শতরান করলেন হেড। ২২ গজে সঙ্গী স্মিথ। জুটিতে এখনও উঠেছে ১৫৬ রান। অস্ট্রেলিয়া ২৩১/৩।
৩ উইকেটের ধাক্কা সামলে অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছেন স্মিথ (৪৪) এবং হেড (৫২)। অস্ট্রেলিয়া ১৫৮/৩।
অস্ট্রেলিয়া ১০৪/৩। ব্যাট করছেন স্মিথ (২৫) এবং হেড (২০)। বুমরা ২৬/২।
নীতীশের বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট লাবুশেন (১২)। অস্ট্রেলিয়া ৭৫/৩।
বুমরার জোড়া ধাক্কা সামলে অস্ট্রেলিয়ার ইনিংস টানছেন স্মিথ এবং লাবুশেন।
বুমরার বলে দ্বিতীয় স্লিপে কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট ম্যাকসুইনি (৯)। অস্ট্রেলিয়া ৩৮/২।
খোয়াজাকে (২১) আউট করলেন বুমরা। পন্থের হাতে ক্যাচ দিলেন অস্ট্রেলিয়ার ওপেনার। অস্ট্রেলিয়া ৩১/১।