ডেভন কনওয়ে। ছবি: রয়টার্স।
৯ উইকেটে ম্যাচ জিতল নিউ জ়িল্যান্ড। রাচিনের দাপটে চার বছর পর বিশ্বকাপের মঞ্চেই ইংল্যান্ডকে হারাল তারা।
এ বার শতরান করলেন রচিন রবীন্দ্র। ৮২ বলে শতরান করলেন তিনি। দুই শতরানকারীর ব্যাটে ভর করে এগিয়ে চলেছেন কিউইরা।
মাত্র এক উইকেট হারিয়েই এগিয়ে চলেছে নিউ জ়িল্যান্ড। ২০০ রানের গণ্ডি পার করে ফেলেছে তারা। জয়ের গন্ধ পেতে শুরু করে দিয়েছেন টম লাথামেরা।
বিশ্বকাপের প্রথম শতরান এল কনওয়ের ব্যাটে। ৮৩ বলে শতরান করলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর সঙ্গে দাপট দেখাচ্ছেন রচিন রবীন্দ্রও।
দ্রুত রান তুলছেন কিউইরা। রবীন্দ্রের পরে অর্ধশতরান কনওয়ের।
তিন নম্বরে হঠাৎ নেমে অর্ধশতরান রচিন রবীন্দ্রের। ইংল্যান্ডকে বিপদে ফেলে দিলেন বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই।
দ্বিতীয় ওভারেই আউট ইয়ং। উইকেটরক্ষক বাটলারের হাতে ক্যাচ দিলেন তিনি। বাঁহাতি পেসারের বল লেগ স্টাম্পের বাইরে ছিল। তাতে ব্যাট ছুঁইয়ে আউট হলেন ইয়ং।
বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে গেল ২৮২ রানে। কিউই বোলারদের দাপটে ৩০০ রান পার করতে পারল না গত বারের চ্যাম্পিয়নেরা।
১৪ রান করে আউট হলেন কারেনও। আমদাবাদের মাঠে ৩০০ রানও পার করা কঠিন হচ্ছে ইংল্যান্ডের।
রিভার্স মারতে গিয়ে আউট হলেন রুট। গ্লেন ফিলিপ্সের বল দুই পায়ের মাঝখান দিয়ে ঢুকে বোল্ড হলেন তিনি। ৭৭ রান করে আউট রুট।
বোল্টের বলে আউট লিভিংস্টোন। ২০ রান করে আউট তিনি। ক্রিজে রয়েছেন রুট।
৪৩ রান করে আউট হলেন বাটলার। ম্যাট হেনরির বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিলেন ইংরেজ অধিনায়ক। ষষ্ঠ উইকেট হারাল ইংল্যান্ড।
অর্ধশতরান করলেন রুট। তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে রান পেলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। তিনি এবং বাটলার ক্রিজে রয়েছেন।
বল করতে এসেই উইকেট তুলে নিলেন গ্লেন ফিলিপ্স। কিউই অলরাউন্ডার ফেরালেন মইন আলিকে। বোল্ড হলেন তিনি।
দু’টি চার এবং একটি ছক্কা মারার পরের বলেই আবার বড় শট খেলতে গিয়ে উইকেট দিলেন ব্রুক। ৯৪ রানে তিন উইকেট হারাল ইংল্যান্ড। রচিন রবীন্দ্রের বলে বড় শড় খেলতে গিয়ে ক্যাচ দিলেন ব্রুক।
আরও একটি উইকেট হারাল ইংল্যান্ড। ৬৪ রানে দ্বিতীয় উইকেট হারাল তারা। স্যান্টনারের বল লং অফের উপর দিয়ে খেলতে গিয়ে ক্যাচ দিলেন বেয়ারস্টো। ৩৩ রান করে আউট তিনি।
ম্যাট হেনরির বল বাঁহাতি দাউইদ মালানের অফ স্টাম্পের বাইরে ছিল। কাট করার লোভ সামলাতে পারেননি ইংরেজ ওপেনার। কিন্তু বল লাগে ব্যাটের কানায়। জমা হয় উইকেটরক্ষক টম লাথামের হাতে।
প্রথম ৬ ওভারে ৩৫ রানের পর স্পিনে ভরসা রাখল নিউ জ়িল্যান্ড। সপ্তম ওভারেই বল করতে এলেন স্পিনার মিচেল স্যান্টনার। তিন রান দিলেন তিনি।