ICC ODI World Cup 2023

বিশ্বকাপের প্রথম ম্যাচেই হেরে গেল গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড, কী ভাবে জিতল নিউ জ়িল্যান্ড?

গত বারের বিশ্বকাপজয়ী ইংল্যান্ড প্রথম ম্যাচে মুখোমুখি নিউ জ়িল্যান্ডের। সেই ম্যাচ দিয়েই শুরু এ বারের বিশ্বকাপ। ভারতের আমদাবাদে মুখোমুখি তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ১৩:৩৫
Share:

ডেভন কনওয়ে। ছবি: রয়টার্স।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ২০:৪৭ key status

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় নিউ জ়িল্যান্ডের

৯ উইকেটে ম্যাচ জিতল নিউ জ়িল্যান্ড। রাচিনের দাপটে চার বছর পর বিশ্বকাপের মঞ্চেই ইংল্যান্ডকে হারাল তারা।

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ২০:১৩ key status

শতরান রবীন্দ্রের

এ বার শতরান করলেন রচিন রবীন্দ্র। ৮২ বলে শতরান করলেন তিনি। দুই শতরানকারীর ব্যাটে ভর করে এগিয়ে চলেছেন কিউইরা।

Advertisement
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ২০:০৫

২০০ রান পার

মাত্র এক উইকেট হারিয়েই এগিয়ে চলেছে নিউ জ়িল্যান্ড। ২০০ রানের গণ্ডি পার করে ফেলেছে তারা। জয়ের গন্ধ পেতে শুরু করে দিয়েছেন টম লাথামেরা।

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ১৯:৫৬ key status

শতরান কনওয়ের

বিশ্বকাপের প্রথম শতরান এল কনওয়ের ব্যাটে। ৮৩ বলে শতরান করলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর সঙ্গে দাপট দেখাচ্ছেন রচিন রবীন্দ্রও।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ১৯:০৩

১০০ রান পার

দ্রুত রান তুলছেন কিউইরা। রবীন্দ্রের পরে অর্ধশতরান কনওয়ের।

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ১৯:০২ key status

অর্ধশতরান রবীন্দ্রের

তিন নম্বরে হঠাৎ নেমে অর্ধশতরান রচিন রবীন্দ্রের। ইংল্যান্ডকে বিপদে ফেলে দিলেন বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই। 

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ১৮:১৩ key status

আউট ইয়ং

দ্বিতীয় ওভারেই আউট ইয়ং। উইকেটরক্ষক বাটলারের হাতে ক্যাচ দিলেন তিনি। বাঁহাতি পেসারের বল লেগ স্টাম্পের বাইরে ছিল। তাতে ব্যাট ছুঁইয়ে আউট হলেন ইয়ং।

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ১৭:৪১ key status

ইংল্যান্ড শেষ ২৮২ রানে

বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে গেল ২৮২ রানে। কিউই বোলারদের দাপটে ৩০০ রান পার করতে পারল না গত বারের চ্যাম্পিয়নেরা।

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ১৭:৪০ key status

আউট কারেন

১৪ রান করে আউট হলেন কারেনও। আমদাবাদের মাঠে ৩০০ রানও পার করা কঠিন হচ্ছে ইংল্যান্ডের।

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ১৭:৩৮ key status

আউট ওকস

স্যান্টনারের বলে ইংরেজ অলরাউন্ডার। ১১ রান করলেন ওকস।

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ১৭:০১ key status

আউট রুট

রিভার্স মারতে গিয়ে আউট হলেন রুট। গ্লেন ফিলিপ্সের বল দুই পায়ের মাঝখান দিয়ে ঢুকে বোল্ড হলেন তিনি। ৭৭ রান করে আউট রুট।

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ১৬:৪৮ key status

আউট লিভিংস্টোন

বোল্টের বলে আউট লিভিংস্টোন। ২০ রান করে আউট তিনি। ক্রিজে রয়েছেন রুট।

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ১৬:২৩ key status

আউট বাটলার

৪৩ রান করে আউট হলেন বাটলার। ম্যাট হেনরির বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিলেন ইংরেজ অধিনায়ক। ষষ্ঠ উইকেট হারাল ইংল্যান্ড।

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ১৬:০৭ key status

অর্ধশতরান রুটের

অর্ধশতরান করলেন রুট। তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে রান পেলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। তিনি এবং বাটলার ক্রিজে রয়েছেন।

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ১৫:৩৬ key status

আউট মইন

বল করতে এসেই উইকেট তুলে নিলেন গ্লেন ফিলিপ্স। কিউই অলরাউন্ডার ফেরালেন মইন আলিকে। বোল্ড হলেন তিনি। 

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ১৫:১৮ key status

আউট ব্রুক

দু’টি চার এবং একটি ছক্কা মারার পরের বলেই আবার বড় শট খেলতে গিয়ে উইকেট দিলেন ব্রুক। ৯৪ রানে তিন উইকেট হারাল ইংল্যান্ড। রচিন রবীন্দ্রের বলে বড় শড় খেলতে গিয়ে ক্যাচ দিলেন ব্রুক।

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ১৪:৫৮ key status

আউট বেয়ারস্টো

আরও একটি উইকেট হারাল ইংল্যান্ড। ৬৪ রানে দ্বিতীয় উইকেট হারাল তারা। স্যান্টনারের বল লং অফের উপর দিয়ে খেলতে গিয়ে ক্যাচ দিলেন বেয়ারস্টো। ৩৩ রান করে আউট তিনি।

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ১৪:৪২ key status

আউট মালান

ম্যাট হেনরির বল বাঁহাতি দাউইদ মালানের অফ স্টাম্পের বাইরে ছিল। কাট করার লোভ সামলাতে পারেননি ইংরেজ ওপেনার। কিন্তু বল লাগে ব্যাটের কানায়। জমা হয় উইকেটরক্ষক টম লাথামের হাতে।

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ১৪:৩২

সপ্তম ওভারেই স্পিন

প্রথম ৬ ওভারে ৩৫ রানের পর স্পিনে ভরসা রাখল নিউ জ়িল্যান্ড। সপ্তম ওভারেই বল করতে এলেন স্পিনার মিচেল স্যান্টনার। তিন রান দিলেন তিনি।

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ১৪:২৯

৫ ওভারে ২৬

ইংল্যান্ডের দুই ওপেনারকে কোনও রকম বেগ দিতে ব্যর্থ কিউই পেসারেরা। প্রথম ৫ ওভারে উঠল ২৬ রান। ক্রিজে থিতু হচ্ছেন বেয়ারস্টো এবং মালান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement