লড়াই করছেন শুভমন গিল। ছবি: রয়টার্স।
শুভমন গিল ও ধ্রুব জুরেলের ব্য়াটে এক টেস্ট বাকি থাকতেই সিরিজ় জিতে গেল ভারত।
পাল্টা লড়াই করছেন শুভমন গিল ও ধ্রুব জুরেল। জুটি বেঁধেছেন তাঁরা। প্রথম ইনিংসের পরে দ্বিতীয় ইনিংসেও ভাল দেখাচ্ছে জুরেলকে। দলকে ধীরে ধীরে জয়ের দিকে নিয়ে যাচ্ছেন তাঁরা।
পর পর দু’বলে ২ উইকেট নিলেন শোয়েব বশির। জাডেজার পরে আউট সরফরাজ় খানও। ১২০ রানে ৫ উইকেট পড়ে গিয়েছে ভারতের। জয়ের গন্ধ পাচ্ছে ইংল্যান্ড।
ফুলটস বলে বাজে শট খেলে নিজের উইকেট দিয়ে এলেন জাডেজা। শোয়েব বশিরের বল সরাসরি জনি বেয়ারস্টোর হাতে মারেন তিনি। ১২০ রানে চতুর্থ উইকেট হারাল ভারত।
ভারতের রান ৩ উইকেটে ১১৮। শুভমন গিল ১৮ ও রবীন্দ্র জাডেজা ৩ রানে খেলছেন। ভারতের জিততে এখনও ৭৪ রান দরকার।
আরও এক বার সুযোগ নষ্ট করলেন রজত পটীদার। রোহিত আউট হওয়ার পরে ইনিংস গড়তে পারলেন না তিনি। শোয়েব বশিরের বলে শূন্য রানে আউট হয়ে ফিরলেন। ১০০ রানে তৃতীয় উইকেট হারাল ভারত।
ভাল খেলছিলেন রোহিত। কিন্তু ভুল শট বেছে আউট হলেন তিনি। টম হার্টলির বল এগিয়ে এসে মারতে গিয়ে মিস্ করলেন। বেন ফোকস ভুল করেননি। স্টাম্প আউট করলেন রোহিতকে। ৯৯ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত। ৫৫ রান করে ফিরলেন রোহিত।
সকাল থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন রোহিত। ৬৯ বলে নিজের অর্ধশতরান করলেন তিনি। দলকে ধীরে ধীরে জয়ের দিকে নিয়ে যাচ্ছেন ভারত অধিনায়ক।
অর্ধশতরান হাতছাড়া যশস্বীর। ৩৭ রানের মাথায় জো রুটের বলে আউট হলেন তিনি। ভাল ক্যাচ ধরলেন জেমস অ্যান্ডারসন।
সকাল থেকেই মারকুটে মেজাজে ব্যাটিং করছেন দুই ওপেনার। রোহিত ৪৫ ও যশস্বী ৩৭ রানে ব্যাট করছেন।