জ্যাক ক্রলি এবং প্যাট কামিন্স। ছবি: পিটিআই।
ইংল্যান্ড এগিয়ে ৬৭ রানে। ক্রিজে রয়েছেন বেন স্টোকস এবং হ্যারি ব্রুক। চার উইকেট হারিয়ে ৩৮৪ রান তুলে ফেলেছে ইংল্যান্ড।
শতরান হাতছাড়া। ৮৪ রানে আউট রুট। জস হেজলউডের বলে বোল্ড হলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।
ক্যামেরন গ্রিনের বলে বোল্ড ক্রলি। ১৮৯ রান করে আউট ইংরেজ ওপেনার।
দ্বিশতরানের পথে ক্রলি। রুট অর্ধশতরান করে ফেলেছেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে তোলা ৩১৭ রান টপকে গিয়েছে ইংল্যান্ড।
দ্বিতীয় দিনে চা বিরতির আগে ইংল্যান্ড তুলল ২৩৯ রান। অস্ট্রেলিয়ার থেকে আর ৭৮ রান পিছিয়ে ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করলেন ওপেনার জ্যাক ক্রলি। টেস্টে এটি তাঁর চতুর্থ শতরান।
অর্ধশতরান করে মিচেল স্টার্কের বলে আউট হলেন মইন আলি। তাঁর ক্যাচ ধরেন ডেভিড ওয়ার্নার।
ডাকেটের উইকেট হারালেও ৬১ রান তুলে নিয়েছে ইংল্যান্ড। ক্রিজে রয়েছেন ওপেনার ক্রলি এবং মইন আলি।
স্টার্কের বলে আউট ডাকেট। উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিলেন ইংরেজ ওপেনার।
প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিলেন ওকস। অস্ট্রেলিয়া শেষ হয়ে গেল ৩১৭ রানে। অস্ট্রেলিয়ার হয়ে সব থেকে বেশি রান করলেন মার্নাস লাবুশানে এবং মিচেল মার্শ। তাঁরা দু'জনেই ৫১ রান করেন।
দ্বিতীয় দিনের প্রথম বলেই উইকেট পেলেন অ্যান্ডারসন। প্যাট কামিন্স ড্রাইভ করতে যান, কভার পয়েন্টে ক্যাচ উঠে যায়। বেন স্টোকসের হাতে জমা পড়ে বলটি। দিনের প্রথম বলেই অস্ট্রেলিয়ার অধিনায়ককে আউট করে দিলেন অ্যান্ডারসন।
চতুর্থ টেস্টে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। বেন স্টোকসের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন স্টুয়ার্ট ব্রডেরা। এই টেস্টে দলে ফেরানো হয়েছে জেমস অ্যান্ডারসনকে। তিনি যদিও উইকেট পাননি প্রথম দিনে। সব থেকে বেশি উইকেট ক্রিস ওকসের দখলে। তিনি একাই নেন চার উইকেট। অস্ট্রেলিয়া তোলে ২৯৯ রান।