India vs South Africa

জলে গেল জানসেনের লড়াই, তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে কোন পথে হারাল ভারত

ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ়ে দু’দলই একটি করে ম্যাচ জিতেছে। তৃতীয় ম্যাচে যে দল জিতবে তারা এই সিরিজ় আর হারবে না। তাই জয়ের লক্ষ্যেই নেমেছে দু’দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২০:০৩
Share:

দক্ষিণ আফ্রিকার উইকেট পড়ার পর ভারতীয় ক্রিকেটারদের উল্লাস। ছবি: সমাজমাধ্যম।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ০০:৪৪ key status

জিতল ভারত

শেষ পর্যন্ত পারল না দক্ষিণ আফ্রিকা। ১১ রানে ম্যাচ জিতল ভারত। 

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ০০:৪০ key status

আউট জানসেন

দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ করলেন আরশদীপ। তাঁর বলে ৫৪ রান করে আউট হলেন মার্কো জানসেন। 

Advertisement
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ০০:৩৭ key status

অর্ধশতরান জানসেনের

মাত্র ১৬ বলে অর্ধশতরান করেছেন জানসেন। একাই দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন তিনি। 

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ০০:৩৪ key status

হার্দিকের এক ওভারে এল ২৬ রান

হার্দিকের এক ওভারে ২৬ রান নিলেন জানসেন। দু’টি ছক্কা ও তিনটি চার মারলেন তিনি। এখনও দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ে রেখেছেন তিনি। 

Advertising
Advertising
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ০০:২৬ key status

আউট ক্লাসেন

আরশদীপের বলে ৪১ রান করে আউট হলেন হেনরিখ ক্লাসেন। 

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ০০:১৫ key status

বিশ্বকাপে অস্ট্রেলিয়া ম্যাচের কথা মনে করালেন অক্ষর

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক হাতে দুর্দান্ত ক্যাচ ধরেছিলেন অক্ষর। অনেকটা সে ভাবেই ডেভিড মিলারকে ফেরালেন তিনি। হার্দিকের বলে মিড উইকেটে জোরালো শট মারেন মিলার। বাউন্ডারিতে লাফিয়ে বল তালুবন্দি করেন অক্ষর। ১৮ রানে আউট মিলার। ১৪২ রানে ৫ উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার।

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ০০:০৬ key status

হাত খুলেছেন ক্লাসেন

বরুণের এক ওভারে পর পর তিন বলে তিনটি ছক্কা মারেন ক্লাসেন। চতুর্থ বলেই ক্যাচ তোলেন তিনি। সহজ ক্যাচ ছাড়েন সূর্যকুমার যাদব। 

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২৩:৫০ key status

আউট মার্করাম

ভাল খেলছিলেন আইডেন মার্করাম। বরুণ চক্রবর্তীর এক ওভারে দু’টি ছক্কা মারেন তিনি। তৃতীয় ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। ২৯ রান করেন তিনি। 

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২৩:৪৩ key status

আউট স্টাবস

ভারতের স্পিনারদের সামনে খেলতে সমস্যায় পড়ছে দক্ষিণ আফ্রিকা। অক্ষর পটেলের বলে ১২ রান করে আউট স্টাবস। 

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২৩:৩২ key status

পাওয়ার প্লে শেষে দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেট হারিয়ে ৫৫

আইডেন মার্করাম ৫ ও ট্রিস্টান স্টাবস ৮ রান করে খেলছেন। 

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২৩:৩১ key status

উইকেট বরুণের

দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা এখনও বরুণ চক্রবর্তীর বল বুঝতে পারছেন না। উইকেট ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে স্টাম্প আউট হলেন রিজ়া হেনড্রিক্স। ২১ রান করেছেন তিনি। 

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২৩:১৯ key status

আউট রিকেলটন

ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন আরশদীপ সিংহ। ২০ রান করে তাঁর বলে বোল্ড হলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার।

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২৩:১৫ key status

ক্যাচ ছাড়লেন অক্ষর

সুযোগ নষ্ট করল ভারত। হার্দিক পাণ্ড্যের বলে বড় শট মারতে গিয়ে অনেক উঁচুতে বল তোলেন রায়ান রিকেলটন। অক্ষর বলের নীচে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু বল তাঁর হাতে লেগে মাটিতে পড়ে যায়।

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২৩:১৩ key status

আবার শুরু খেলা

পোকার উৎপাতে ১৮ মিনিট খেলা বন্ধ থাকার পরে আবার শুরু হল। 

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২২:৪৪ key status

পোকার উৎপাতে খেলা বন্ধ

দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরু থেকেই মাঠ জুড়ে অসংখ্য পোকা উড়ছে। ক্রিকেটারদের চোখে পোকা ঢুকে যাচ্ছে। বাধ্য হয়ে খেলা সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়ারেরা। 

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২২:১৭ key status

২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান করল ভারত

১০৭ রান করে অপরাজিত থাকলেন তিলক। 

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২২:১৫ key status

আউট রমনদীপ সিংহ

অভিষেক ম্যাচে ৬ বলে ১৫ রান করলেন রমনদীপ। দ্রুত রান তোলার চেষ্টায় রান আউট হলেন তিনি।

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২২:০৯ key status

শতরান তিলক বর্মার

টি-টোয়েন্টিতে নিজের প্রথম শতরান করলেন তিলক। ৫১ বলে ১০০ রান করলেন এই বাঁহাতি ব্যাটার।

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২২:০৩ key status

ব্যর্থ রিঙ্কু সিংহ

৮ রান করে আউট রিঙ্কু। রান পেলেন না তিনিও। 

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২১:৪৮ key status

১৫ ওভারে ভারতের রান ৪ উইকেটে ১৫৪

হাত খুলে খেলছেন তিলক বর্মা। দলকে একাই টেনে নিয়ে যাচ্ছেন তিনি। ৭০ রানে ব্যাট করছেন তিলক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement