১৩৭ রানের জুটি বাঁধলেন অভিষেক শর্মা (বাঁ দিকে) ও রুতুরাজ গায়কোয়াড়। ছবি: এক্স।
বাকিদের মতো রবি বিষ্ণোইও উইকেট নিলেন। ক্লাইভ মাদানদেকে শূন্য রানে ফেরালেন তিনি।
আবেশের সেই ওভারেই ৪ রানে আউট হলেন জ়িম্বাবোয়ের অধিনায়ক।
নিজের দ্বিতীয় ওভারেও উইকেট নিলেন মুকেশ। তাঁর বিরুদ্ধে বড় শট খেলছিলেন ব্রায়ান বেনেট। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে ফেরান বাংলার পেসার। ৪০ রানে দ্বিতীয় উইকেট পড়ে জ়িম্বাবোয়ের।
প্রথম ওভারেই উইকেট তুলে নিলেন মুকেশ কুমার। ইনোসেন্ট কাইয়াকে বোল্ড করেন তিনি। বাংলার পেসারের বলে চার মারেন কাইয়া। তার পরেই আউট হয়ে যান তিনি।
রুতুরাজ গায়কোয়াড় ৭৭ ও রিঙ্কু সিংহ ৪৮ রানে অপরাজিত থাকলেন। জ়িম্বাবোয়ের সামনে ২৩৫ রানের লক্ষ্য রাখল ভারত।
রুতুরাজ গায়কোয়াড়ও অর্ধশতরান করলেন। ৩৮ বলে ৫০ রান পূর্ণ করেন তিনি।
বড় শট মারার চেষ্টা থামাননি অভিষেক। ১০০ করার পরের বলে আবার ছক্কা মারতে গিয়ে আউট হন। ৪৭ বলে ১০০ রান করেছেন তিনি।
নিজের দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শতরান করলেন অভিষেক শর্মা। ৫০ রান থেকে ১০০ রান করতে মাত্র ১৩ বল নিলেন তিনি। পর পর তিন বলে তিন ছক্কায় শতরান করলেন অভিষেক।
ভারতের দুই ব্যাটারের মধ্যে শতরানের জুটি হয়েছে। ৬৬ বলে ১০০ রানের জুটি বেঁধেছেন তাঁরা।
অর্ধশতরান করার পরে হাত খোলা শুরু করেছেন অভিষেক। ডিয়ন মেয়ার্সের এক ওভারে ২৮ রান নিয়েছেন তিনি।
জাতীয় দলের হয়ে দ্বিতীয় ম্যাচেই অর্ধশতরান করলেন অভিষেক। ছক্কা মেরে ৫০ পূর্ণ করলেন তিনি। ৩৩ বলে অর্ধশতরান করলেন ভারতের বাঁহাতি ওপেনার।
অভিষেক ২৩ ও রুতুরাজ ৯ রানে ক্রিজ়ে রয়েছেন।
আগের ম্যাচে রান পাননি। এই ম্যাচে পাওয়ার প্লে কাজে লাগানোর চেষ্টা করছেন অভিষেক শর্মা। বড় শট খেলছেন তিনি। কিন্তু রুতুরাজ গায়কোয়াড় খুব ধীরে খেলছেন। ফলে ভারতের রান তোলার গতি কম।
দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ শুভমন। দ্বিতীয় ওভারে ব্লেসিং মুজ়ারাবানির বল মিড অনে খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ২ রান করেছেন ভারত অধিনায়ক।
শুভমন গিল, অভিষেক শর্মা, রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, রিয়ান পরাগ, রিঙ্কু সিংহ, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, মুকেশ কুমার।