এখনই ছেলেকে নিয়ে মাতামাতি চাইছেন না লক্ষ্মী। —নিজস্ব চিত্র
লক্ষ্মীরতন শুক্লর ছেলের ক্রিকেট পাঠ শুরু। মৌড়ি স্পোর্টিং ক্লাবে সই করলেন ১২ বছরের অগস্থ্য। সিএবি-র অনূর্ধ্ব ১৮ প্রতিযোগিতার জন্য হাওড়ার মৌড়ির স্পোর্টিং ক্লাবে সই করানো হল লক্ষ্মীর ছেলেকে।
বহু বছর ধরে বাংলার ক্রিকেটের সঙ্গে যুক্ত লক্ষ্মী। নেতৃত্বও দিয়েছেন। ভারতের হয়েও খেলেছেন লক্ষ্মী। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ডেয়ারডেভিলস (এখন দিল্লি ক্যাপিটালস) দলেও খেলেছেন তিনি। এখন বাংলার অনূর্ধ্ব ২৩ দলের কোচ লক্ষ্মী। মাঝে রাজনীতির ময়দানে পা রাখলেও ফের ক্রিকেটে ফিরে এসেছেন তিনি। তাঁর ছেলেও পা রাখল ক্রিকেটের ময়দানে। তবে অগস্থ্যর যাত্রা সবে শুরু হয়েছে। এখনই তাকে নিয়ে মাতামাতি চাইছেন না লক্ষ্মীও।
২০১৫ সালে বাংলার হয়ে শেষ বার মাঠে নেমেছিলেন লক্ষ্মী। তাঁর প্রায় ২০ বছরের ক্রিকেট কেরিয়ারে প্রথম শ্রেণির ক্রিকেটে এসেছে ৬২১৭ রান। রয়েছে ন’টি শতরানও। বল হাতে ১৭২টি উইকেট নিয়েছেন প্রথম শ্রেণির ম্যাচে। অলরাউন্ডার হিসেবে দীর্ঘ দিন বাংলার দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন লক্ষ্মী।