KL Rahul

KL Rahul: টি২০ ক্রমতালিকায় প্রথম পাঁচে ঢুকলেন রাহুল, শীর্ষে দুই পাক ব্যাটার

তালিকায় বদল হয়নি ভারতীয় দলের নতুন অধিনায়ক রোহিত শর্মা ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলীর। রোহিত একাদশ ও কোহলী দশম স্থানে রয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৪৭
Share:

তালিকায় উন্নতি রাহুলের ফাইল চিত্র

টি২০-তে ভাল খেলার পুরস্কার পেলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক লোকেশ রাহুল। আইসিসি-র ক্রমতালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন তিনি। তালিকায় বদল হয়নি ভারতীয় দলের নতুন অধিনায়ক রোহিত শর্মা ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলীর। রোহিত একাদশ ও কোহলী দশম স্থানে রয়েছেন।

Advertisement

তালিকায় শীর্ষে অবশ্য রয়েছেন পাকিস্তানের দুই ব্যাটার বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। বাবর রয়েছেন এক নম্বরে। দ্বিতীয় স্থানে তাঁর ওপেনিং জুটি রিজওয়ান। তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম। পাঁচে রয়েছেন ইংল্যান্ডের দাউইদ মালান।

ব্যাটারদের তালিকায় উপরে উঠেছেন নিকোলাস পুরান। আট ধাপ উঠে ১৮ তম স্থানে এসেছেন তিনি। আর এক ক্যারিবিয়ান ব্যাটার ব্র্যান্ডন কিং ২৫ ধাপ উঠে ৫৮ তম ও ওয়েস্ট ইন্ডিডের অধিনায়ক কায়রন পোলার্ড ১৫ ধাপ উঠে ৬০ তম স্থানে রয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement