KL Rahul

KL Rahul: খুদে ক্রিকেটারের সাহায্যে এগিয়ে এলেন লোকেশ রাহুল, চিকিৎসার জন্য দিলেন ৩১ লক্ষ টাকা

রাহুলের সাহায্যের পর ভরদের অস্থি মজ্জা প্রতিস্থপন করা হয়েছে। ধীরে ধীরে সুস্থ হচ্ছে সে। রাহুল বলেন, ‘‘ভরদের সম্পর্ক জানার পরেই আমার দল ওদের সঙ্গে যোগাযোগ করে। যে কোনও ভাবে সাহায্য করার জন্য তৈরি ছিলাম আমরা।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ১১:৫৬
Share:

লোকেশ রাহুল। —ফাইল চিত্র

১১ বছরের এক ক্রিকেটারের সাহায্যে এগিয়ে এলেন লোকেশ রাহুল। রক্তের বিরল রোগে ভুগছে সে। অস্থি মজ্জা প্রতিস্থাপন করতে হবে খুদে ক্রিকেটার ভরদ নলওয়াডের। সেই চিকিৎসার খরচের জন্য ৩১ লক্ষ টাকা দিলেন লোকেশ রাহুল।

গত বছর ডিসেম্বর থেকে ভরদের বাবা সচিন এবং মা স্বপ্না ঝাঁ ছেলের চিকিৎসার জন্য ৩৫ লক্ষ টাকা তোলার লক্ষ নেন। সেই খবরটি নজরে আসে রাহুলের দলের। সেপ্টেম্বর থেকে মুম্বইয়ের হাসপাতালে চিকিৎসাধীন ভরদ। রক্তের বিরল রোগে ভুগছে পঞ্চম শ্রেণির এই ক্রিকেটার। তার রক্তকণিকার পরিমাণ খুব কম। সাধারণ জ্বর সারতেও এক মাস সময় লেগে যায়। এমন অবস্থায় অস্থি মজ্জার প্রতিস্থাপনই এক মাত্র চিকিৎসা। ব্যয়বহুল সেই চিকিৎসার জন্য ৩৫ লক্ষ টাকা প্রয়োজন ছিল।

Advertisement

রাহুলের সাহায্যের পর ভরদের অস্থি মজ্জা প্রতিস্থপন করা হয়েছে। ধীরে ধীরে সুস্থ হচ্ছে সে। রাহুল বলেন, ‘‘ভরদের সম্পর্ক জানার পরেই আমার দল ওদের সঙ্গে যোগাযোগ করে। যে কোনও ভাবে সাহায্য করার জন্য তৈরি ছিলাম আমরা।’’

প্রতিস্থাপন সফল ভাবে হয়েছে জেনে রাহুল বলেন, ‘‘সফল ভাবে অস্ত্রোপচার হয়েছে জেনে আমি খুশি। আশা করব ভরদ সুস্থ হয়ে উঠবে। নিজের পায়ে দাঁড়িয়ে যে স্বপ্ন ও দেখছে তা সত্যি করবে ভরদ। আমার সাহায্য করা দেখে চাইব আরও মানুষ অনুপ্রেরণা পাক এবং সাহায্যের হাত বাড়িয়ে দিক অন্যের প্রয়োজনে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement