(বাঁদিকে) সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেল। —ফাইল চিত্র।
আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি কলকাতা নাইট রাইডার্সের গত কয়েক বছরের ভরসা সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেল। আইপিএলের আগে ওয়েস্ট ইন্ডিজ়ের অভিজ্ঞ দুই অলরাউন্ডার পৌঁছে গেলেন বাংলাদেশে। কেকেআরের বাতিল লিটন দাসের দলের হয়ে বিপিএল খেলবেন তাঁরা।
ইংল্যান্ডের মঈন আলি এবং ওয়েস্ট ইন্ডিজ়ের জনসন চার্লস ছিলেন আগে থেকেই। কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের শক্তি আরও বৃদ্ধি করল নারাইন এবং রাসেলকে নিয়ে। কেকেআরের দুই ক্রিকেটার শনিবার চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন। আগামী সোমবার বিপিএলের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে কুমিল্লা। সেই ম্যাচে কেকেআরের ছেড়ে দেওয়া লিটনের দলের হয়ে মাঠে নামতে পারেন নারাইন এবং রাসেল।
নারাইন এর আগে সংযুক্ত আরব আমিরশাহির টি-টোয়েন্টি লিগে খেলছিলেন। সেখানে ১০টি ম্যাচ খেলে ৭টি উইকেট নিয়েছেন নারাইন। অন্য দিকে, রাসেল গিয়েছিলেন জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে। পার্থে টি-টোয়েন্টি সিরিজ়ের শেষ ম্যাচে ২৯ বলে ৭১ রানের ইনিংস খেলেছিলেন। এ বারই প্রথম নয়। গত বছর বিপিএলেও লিটনের নেতৃত্বে কুমিল্লার হয়ে খেলেছিলেন নারাইন এবং রাসেল।
এ বারের বিপিএলে এখনও পর্যন্ত ন’টি ম্যাচ খেলে সাতটিতে জয় পেয়েছে কুমিল্লা। তবে সেমিফাইনালে জায়গা নিশ্চিত হয়নি। আর ২ পয়েন্ট পেলেই শেষ চারে জায়গা পাকা হয়ে যাবে তাদের। প্রতিযোগিতার এই গুরুত্বপূর্ণ সময়ে নারাইন এবং রাসেলের মতো ক্রিকেটারেরা যোগ দেওয়ায় খুশি কুমিল্লা কর্তৃপক্ষ।