KKR

IPL 2022: কেকেআর-কে আইপিএল-এর সেরা বোলিং বিভাগ বানাতে চান কোহলীর প্রাক্তন কোচ ভরত অরুণ

চলতি মাসেই হতে চলেছে আইপিএল-এর নিলাম। দেশ-বিদেশের বাঘা বাঘা ক্রিকেটারদের নিলামের টেবিলে উঠতে দেখা যাবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৩০
Share:

সেরা দল বানাতে চান অরুণ ফাইল ছবি

চলতি মাসেই হতে চলেছে আইপিএল-এর নিলাম। দেশ-বিদেশের বাঘা বাঘা ক্রিকেটারদের নিলামের টেবিলে উঠতে দেখা যাবে। সেই তালিকায় যেমন রয়েছেন ব্যাটাররা, তেমনই বোলাররাও রয়েছেন। ভরত অরুণ চাইছেন কেকেআর-এর এমন বোলিং বিভাগ তৈরি করতে, যারা সবার উপরে শেষ করতে পারে।

Advertisement

কেকেআর-এর নবনিযুক্ত বোলিং কোচ ভরত অরুণ মনে করছেন, নিলামে বোলারদের নিয়ে কাড়াকাড়ি পড়তে পারে বিভিন্ন দলে। কেকেআর ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “অনেকেই এখনও ভাবেন যে ক্রিকেট মানেই শুধু ব্যাটারদের খেলা। কিন্তু আমি অন্য ভাবে দেখি। বোলার হিসেবে এ ধরনের ফরম্যাটেই আমার সব থেকে ভাল সুযোগ। হ্যাঁ, বোলারদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু ওরা যদি পরিকল্পনা কাজে লাগাতে পারে এবং বোলিংয়ের ধার আর একটু বাড়াতে পারে, তা হলে নায়ক হওয়ার সুযোগ রয়েছে। তাই বোলারদের নিয়ে এ বার কাড়াকাড়ি হতেই পারে।”

আইপিএল কোথায় হবে এখনও জানা যায়নি। তবে অরুণ জানিয়েছেন, সব ধরনের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে, এমন বোলারই খুঁজছেন তাঁরা। বলেছেন, “এমন বোলারই খুঁজতে হবে যারা সব পরিবেশে মানাতে পারে। অতিমারির আগে দেশের মাটিতে খেললেও সাতটি অ্যাওয়ে ম্যাচ খেলতে হত প্রত্যেক দলকে। ভারতীয় দলে থাকার সময়ও যে কোনও পরিবেশে আমরাই এগিয়ে থাকতে চাইতাম। সেই লক্ষ্য পূরণ করতে গেলে, এমন বোলারদের দরকার ছিল যারা যে কোনও পরিস্থিতিতে ২০টি উইকেট নেওয়ার ক্ষমতা রাখত। আমরা সেটা করেই সফল হয়েছি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement