রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র।
আইপিএলের জন্য তৈরি হচ্ছেন রিঙ্কু সিংহ। কলকাতা নাইট রাইডার্সের শিবিরে অনুশীলন করছেন তিনি। অনুশীলন চলাকালীন একটি ঘটনা ঘটে। রিঙ্কুর ছক্কা গিয়ে এক বল বয়ের কপালে লাগে। সঙ্গে সঙ্গে ছুটি যান রিঙ্কু। ছেলেটির কাছে ক্ষমা চান তিনি। তাকে নিজের সই করা কেকেআরের একটি টুপিও উপহার দেন তিনি।
এই ঘটনার ভিডিয়ো প্রকাশ করেছে কেকেআর। সেখানে দেখা যাচ্ছে, সামনের দিকে একটি ছক্কা মারেন রিঙ্কু। সেই বলটিই গিয়ে এক বল বয়ের কপালে লাগে। ছেলেটিকে এক জন নিয়ে আসেন। রিঙ্কু তাকে জিজ্ঞাসা করেন, কতটা লেগেছে? তার পরে ক্ষমা চান। সেখানে আসেন কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ার। রিঙ্কু তাঁকে জানেন, সেই ছেলেটিরই কপালে বল লেগেছে।
এ কথা শোনার পরে নায়ার তাঁর মাথায় থাকা টুপিটি খুলে সেই ছেলেটির মাথায় পরিয়ে দেন। রিঙ্কু ছেলেটিকে জিজ্ঞাসা করেন, তার আর কিছু লাগবে কি না। ছেলেটি সই করে দিতে বলে। রিঙ্কু টুপিতে সই করে দেন। সই করেন নায়ারও।
আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে এ বারের আইপিএল। গত বারের ফর্মেই খেলতে চান রিঙ্কু। কারণ, আইপিএলের পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারই প্রস্তুতি সেরে ফেলতে চান তিনি। ২৩ মার্চ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।