Sanju Samson

অবাধ্য সঞ্জু স্যামসনও! ফর্মে থাকা অধিনায়ককেই ছেঁটে ফেলল দল, কী অপরাধ নেতার?

দু’সপ্তাহ আগেই সঞ্জুর নেতৃত্বে খেলেছে কেরল। তিনিই দলের নিয়মিত অধিনায়ক। ফর্মেও রয়েছেন। তবু বিজয় হজারে ট্রফির ১৯ জনের চূড়ান্ত দলে তাঁর জায়গা হল না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৯
Share:

সঞ্জু স্যামসন। —ফাইল চিত্র।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এ বার সঞ্জু স্যামসনের বিরুদ্ধে। কেরলের নিয়মিত অধিনায়কই জায়গা পেলেন না বিজয় হজারে ট্রফির দলে। তিন দিনের শিবিরে যোগ না দেওয়ার শাস্তি পেলেন উইকেটরক্ষক-ব্যাটার।

Advertisement

গত কয়েক বছর ধরে বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় কেরলকে নেতৃত্ব দিচ্ছেন সঞ্জু। আইপিএলে রাজস্থান রয়্যালসেরও অধিনায়ক তিনি। শেষ পাঁচটি টি-টোয়েন্টি আন্তর্জাতিকের তিনটিতেই শতরান করেছেন। কেরলের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও খারাপ খেলেননি। তবু কেরলের নির্বাচকেরা তাঁকে বিজয় হজারে ট্রফির দলে রাখলেন না। নিয়মিত অধিনায়ক হলেও বাড়তি সুবিধা পাননি সঞ্জু।

কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) সচিব বিনোদ কুমার বলেছেন, ‘‘তিন দিনের প্রস্তুতি শিবিরে যারা যোগ গিয়েছিল, শুধু তাদের কথাই বিবেচনা করা হয়েছে দল নির্বাচনের সময়। সঞ্জু প্রস্তুতি শিবিরে আসেনি। তাই ওর নামও ৫০ ওভারের প্রতিযোগিতার জন্য বিবেচনা করা হয়নি।’’ অধিনায়ক হিসাবে সঞ্জুকে বাড়তি সুবিধা দিতে রাজি নন কেরলের ক্রিকেট কর্তারা। শৃঙ্খলার ব্যাপারে নমনীয়তা দেখাতে নারাজ তাঁরা। উল্লেখ্য, শৃঙ্খলাভঙ্গের জন্য মুম্বই দল থেকে বাদ পড়েছেন পৃথ্বী শ। তিনি ফর্মেও নেই। সঞ্জুর অবস্থাও একই রকম হল ফর্মে থাকা সত্ত্বেও। বিজয় হজারে ট্রফির জন্য গত সপ্তাহে ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিল কেসিএ। প্রত্যাশা মতো সেই দলে ছিলেন সঞ্জুও। সব ক্রিকেটারকে ওয়েনাড়ে আয়োজিত তিন দিনের প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই শিবিরে অনুশীলন ছাড়াও নিজেদের মধ্যে দু’টি প্রস্তুতি ম্যাচও খেলেছেন কেরলের ক্রিকেটারেরা। সঞ্জু শিবিরে যোগ দেননি। বিনোদ বলেছেন, ‘‘সঞ্জু আমাদের মেল করে জানায় শিবিরে যোগ দিতে পারবে না। তাই ওকে ছাড়াই আমরা ছোট শিবির করেছি। স্বাভাবিক ভাবেই শিবিরে থাকা ক্রিকেটারদের মধ্যে থেকেই আমরা বিজয় হজারে ট্রফির দল বেছে নিয়েছি। এ নিয়ে সঞ্জুর সঙ্গে কোনও আলোচনা হয়নি।’’

Advertisement

সঞ্জু শেষ ৫০ ওভারের ক্রিকেট খেলেছেন ভারতীয় দলের হয়ে ২০২৩ সালের ডিসেম্বরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই সিরিজ়ে শতরানও করেছিলেন তিনি। কিন্তু এক বছর আগের ফর্মের নিরিখে তাঁকে বিজয় হজারে ট্রফির দলে রাখতে চাননি কেরলের কর্তারা।

সঞ্জু বাদ পড়ায় কেরলের অধিনায়ক হয়েছেন সলমন নিজ়ার। রঞ্জি এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বেশ ভাল খেলেছেন তিনি। চোটের জন্য দলে রাখা হয়নি সচিন বেবিকেও। তাঁর সুস্থ হতে আরও কয়েক দিন লাগবে। ২১ ডিসেম্বর তাঁর চোট পরীক্ষা করবেন চিকিৎসকেরা। তাঁরা সবুজ সঙ্কেত দিতে সচিনকে মূল দলে অন্তর্ভূক্ত করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement