ইংরেজ ক্রিকেটারদের উল্লাস। ছবি: টুইটার।
ওয়েস্ট ইন্ডিজ়কে দ্বিতীয় এক দিনের ম্যাচে হারিয়ে সিরিজ়ে সমতা ফেরাল ইংল্যান্ড। অ্যান্টিগাতে বুধবার রাতের ম্যাচে ইংল্যান্ড জিতেছে ছয় উইকেটে। ব্যাটিংয়ে উইল জ্যাকস এবং বোলিংয়ে স্যাম কারেনের দাপটে জিতেছে ইংল্যান্ড। তৃতীয় ম্যাচ ৯ ডিসেম্বর, ব্রিজটাউনে।
স্যর ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ়কে আগে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। কিন্তু প্রথম ম্যাচের মতো দাপট দেখা যায়নি ক্যারিবিয়ানদের। ৪০ ওভারে ২০২ রানে অলআউট হয়ে যায় তারা। আগের ম্যাচের শতরানকারী শাই হোপ এ দিন ৬৮ রান করেন। কারেনের দাপটে এক সময় ২৩ রানে ওয়েস্ট ইন্ডিজ়ের ৪ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে দলকে টেনে তোলেন হোপ এবং শেরফানে রাদারফোর্ড। দু’জনে পঞ্চম উইকেটে ১২৯ রানের জুটি গড়েন। রাদারফোর্ড ৬৩ রানে আউট হন।
এক দিনের ক্রিকেটে ২৫তম অর্ধশতরান ৪৪ বলে পূরণ করেন হোপ। রাদারফোর্ড অর্ধশতরান করেন ৭১ বলে। দু’জনে মিলে মাঝের দিকে ওভারগুলিতে ওয়েস্ট ইন্ডিজ়কে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। কিন্তু তাঁরা ফিরতেই ক্যারিবিয়ানদের ইনিংস ধসে যায়।
ইংল্যান্ডের শুরুটা হয় ভালই। প্রথম উইকেটেই ফিল সল্টের (২১) সঙ্গে ৫০ রানের জুটি গড়েন জ্যাকস। ৪৩ বলে অর্ধশতরান করেন তিনি। সল্ট ফেরার পর ইংল্যান্ড পর পর কয়েকটা উইকেট হারায়। জ্যাক ক্রলি এবং বেন ডাকেট দু’জনেই তিন রান করেন। জ্যাকস ৭৩ রানে ফেরেন। তবে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন অধিনায়ক জস বাটলার। ৪৫ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন তিনি। সঙ্গ দেন হ্যারি ব্রুক (অপরাজিত ৪৩)।