—ফাইল চিত্র
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেন জনি বেয়ারস্টো। তাঁর কোনও চোট লাগেনি। স্যাম কারেনকে পিঠে নেওয়ার জন্য যে চোটের খবর ছড়িয়েছিল তা সঠিক নয় বলেই জানিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁকে দলে নেওয়া হলে খেলতে পারবেন বলেও জানিয়েছেন বেয়ারস্টো।
ইংল্যান্ডের পেসার রিচি টপলে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, কারেনকে কাঁধে তুলে অনুশীলন করছেন বেয়ারস্টো। পরবর্তী সময়ে জানা যায় সেটা করতে গিয়েই চোট পেয়েছেন ইংল্যান্ডের ব্যাটার। কিন্তু বেয়ারস্টো ইনস্টাগ্রামে লেখেন, ‘সবাইকে জানাতে চাই যে আমি সুস্থ আছি। খেলার জন্য তৈরি। আমার নামে ভুল খবর ছড়ানো হচ্ছে। আমার চোট থাকলে কারেনকে পিঠে নিয়ে হাঁটতেই পারতাম না।’
ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল বেয়ারস্টোকে।