বিরাট কোহলি। —ফাইল চিত্র।
ভারত-শ্রীলঙ্কা ম্যাচ শুরুর আগে হালকা অনুশীলন করছিলেন ভারতীয় দলের ক্রিকেটারেরা। মূলত শরীর গরম করতে মাঠে নেমেছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। সব ম্যাচের আগেই সব দলের ক্রিকেটারেরা গা ঘামিয়ে নেন। এর মধ্যে তেমন নতুন কিছু নেই। তবে বৃহস্পতিবার ওয়াংখেড়েতে ভারতীয় দলের গা ঘামানোর সময় ঘটল একটি মজার ঘটনা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে যদি বল করতে হয়, সেই সম্ভাবনার কথা ভেবে বোলিং করছিলেন কোহলি। আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে কোহলির বোলিং ঠিকঠাক হচ্ছে কিনা, তা নজরে রাখছিলেন যশপ্রীত বুমরা। কোহলির একটি বল উইকেটের কিছুটা বাইরে পড়তেই পরামর্শদাতা থেকে আম্পায়ারের ভূমিকায় দেখা গেল ভারতীয় দলের জোরে বোলারকে। দু’হাত দু’পাশে তুলে বুমরা জানিয়ে দিলেন ওয়াইড।
বুমরা ওয়াইড ঘোষণা করলেও বোলার কোহলির সেই সিদ্ধান্ত পছন্দ হয়নি। তাঁকে কিছুটা হতাশ দেখায়। বল পিচের কোথায় পড়েছে, তাও হাত দিয়ে বুমরাকে দেখান তিনি। কিন্তু বুমরাও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। তিনি প্রাক্তন অধিনায়ককে জানিয়েদেন, খুশি না হলেও সিদ্ধান্ত বদলাতে পারবেন না। কারণ তিনি ওয়াইড বলই করেছেন।
বাংলাদেশের বিরুদ্ধে হার্দিক পাণ্ড্য চোট পাওয়ার পর থেকে নিয়মিত বোলিং অনুশীলন করছেন কোহলি। ম্যাচে যে কোনও সময় তাঁকে বোলার হিসাবে ব্যবহার করার কথা বলে রেখেছেন অধিনায়ক রোহিত শর্মা। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগেও নিজের বোলিং দক্ষতা ঝালিয়ে নিলেন তিনি।