বিরাট কোহলি। ছবি: আইসিসি।
ভারত-শ্রীলঙ্কা ম্যাচ শুরু হতে তখনও কিছুটা দেরি। দু’দলের ক্রিকেটারেরা ওয়াংখেড়ে স্টেডিয়ামের মাঠে গা ঘামাচ্ছিলেন। তখনই হঠাৎ নাচতে দেখা গেল বিরাট কোহলিকে। মাঠে উপস্থিত সকলের চোখই তখন কোহলির দিকে।
বিশ্বকাপে চেনা ফর্মে রয়েছেন কোহলি। প্রায় প্রতি ম্যাচেই রান পাচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর মেজাজও রয়েছে ফুরফুরে। বুধবার অনুশীলনের সময় সতীর্থদের সঙ্গেও রসিকতা করতে দেখা গিয়েছিল কোহলিকে। বৃহস্পতিবার খেলা শুরুর আগেও কোহলিকে দেখা গেল তেমন ভাবেই। গা ঘামানো থামিয়ে হঠাৎ নাচতে শুরু করলেন কোহলি।
কেন এমন করলেন কোহলি? হরভজন সিংহকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন কোহলি। শ্যাডো করা থামিয়ে ভাঙড়া নাচতে শুরু করেন। তখনও তাঁর হাতে ব্যাট। কোহলির নাচের ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
হরভজন মাঠে ঢুকেছিলেন শ্রীলঙ্কা ম্যাচের আগে কোহলিকে শুভেচ্ছা জানাতে। হরভজন শুধু ভারতের প্রাক্তন ক্রিকেটারই নন। কোহলির প্রাক্তন সতীর্থও। ২০১১ সালের বিশ্বজয়ী দলে ছিলেন দু’জনেই। মুম্বইয়ের এই মাঠেই সে বার ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ১২ বছর পর সেই মাঠেই ভারতের সামনে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার জিতলেই এ বারের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যাবেন রোহিত শর্মারা। সম্ভবত সে কারণে খেলা শুরুর আগে কোহলিকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন হরভজন। তাঁকে দেখে উচ্ছ্বাস সংযম করতে পারেননি কোহলিও।