MS Dhoni

Helicopter Shot: পাকিস্তান সুপার লিগে কি খেলছেন ধোনি? দেখা গেল হেলিকপ্টার শট, ভিডিয়ো ভাইরাল

রবিবার পিএসএল-এ দেখা গেল ধোনির হেলিকপ্টার শট। আফগানিস্তানের ব্যাটার রহমানুল্লা গুরবাজ হেলিকপ্টার শট মারেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৩:২৩
Share:

হেলিকপ্টার শট মারছেন মহেন্দ্র সিংহ ধোনি। ফাইল চিত্র

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন না কি মহেন্দ্র সিংহ ধোনি? সেই সম্ভাবনা নেই। কিন্তু পিএসএল-এ দেখা গেল ধোনির ঝলক।

Advertisement

রবিবার পিএসএল-এ দেখা গেল ধোনির হেলিকপ্টার শট। আফগানিস্তানের ব্যাটার রহমানুল্লা গুরবাজ হেলিকপ্টার শট মারেন। তাঁর ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচ ছিল পেশোয়ার জালমির সঙ্গে।

ইসলামাবাদের শেষ ছয় ওভারে ২৭ রান দরকার ছিল। বল করতে আসেন পেশোয়ারের জোরে বোলার সোহেল খান। পরপর দু’টি সিঙ্গলস নেওয়ার পরে গুরবাজ স্ট্রাইকে আসেন। সোহেল অফ-মিডল স্টাম্পে ফুলার লেংথে বল ফেলেন। গুরবাজ হেলিকপ্টার শটে বল মাঠের বাইরে পাঠান।

Advertisement

এই শট দেখে ধারাভাষ্যকাররাও ধোনির হেলিকপ্টার শটের সঙ্গে তুলনা শুরু করে দেন। টুইটারেও শুরু হয়ে যায় আলোচনা। ভিডিয়ো ভাইরাল হয়ে যায়।

পরপর দু’টি বলে ছয় ও চার মারেন গুরবাজ। সেগুলি অবশ্য হেলিকপ্টার শট ছিল না। ইসলামাবাদ ২৫ বল বাকি থাকতে জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্যে পৌঁছে যায়। অ্যালেক্স হেলস ৫৪ বলে অপরাজিত ৮২ রান করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement